পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা

ন্যাশানাল সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল পুরীর পূর্ব থেকে ভূবনেশ্বেরের পূর্ব-দক্ষিণ -পূর্ব থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। সোমবার সকালে ৮টা ৩২ মিনিটে উত্তর বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২ ম্যাগনিচিউড। সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নীচে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি।

ন্যাশানাল সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল পুরীর পূর্ব থেকে ভূবনেশ্বেরের পূর্ব-দক্ষিণ -পূর্ব থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার দূরে। পুরীর কাছে বঙ্গোপসাগরের ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল বাংলাদেশ। ঢাকা-সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও চট্টোগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ছিল এই কম্পনের কেন্দ্রস্থল।

Latest Videos

 

 

বাংলাদেশের আবহাওয়া দফতের এক জন কর্তা জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের কাছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর। কিন্তু প্রভাব পড়েছে বাংলাদেশে। ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত কোথাও কোনও জলোচ্ছ্বাসের খবর নেই। উপকূলবর্তী এলাকাগুলিতেও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। সুনামি নিয়ে এখনও পর্যন্ত কোনও কোনও সতর্কতা জারি করেনি ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি।

বিস্তারিত আসছে...

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari