গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ, কিছুক্ষণ পরেই ভোট দেবেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ

গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। ভোট দেবের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

 

আজ, সোমবার গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এই দফা. ৯৩টি আসনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ ভোটারের তালিকায় রয়েছে রয়েছে দুটি নাম। ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা দুজনেই আহমেদাবাদের ভোটার। সূত্রের খবর এদিন সকাল ,সাড়ে ৮টা নাগাদ নিজের কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সন্ধ্যেতেই তিনি নিজের বাড়ি পৌঁছে গেছেন। দেখা করেছেন মায়ের সঙ্গে।

দ্বিতীয় দফায় মূলত ভোট গ্রহণ হচ্ছে উত্তর ও মধ্য গুজরাটের ১৪টি জেলায়। প্রথম দফায় পাকিস্তান সীমান্ত লাগোয়া জেলাগুলি ভোট গ্রহণ হয়েছে। সেই সময় ভোট গ্রহণ হয়েছে ৮৯টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় রাজস্থান ও মধ্য প্রদেশ সীমান্ত লাগোয়া জেলায় ভোট গ্রহণ হবে। এই কেন্দ্রগুলিতে গত বিধানসভা নির্বাচনে অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। এগিয়ে ছিল কংগ্রেস। দ্বিতীয় দফায় ৯৩টি কেন্দ্রে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে।

Latest Videos

দ্বিতীয় দফায় ২,৫১ কোটি ভোটার নিজের মতামত জানাবেন ভোটবাক্সে। দ্বিতীয় দফায় প্রথম ভোট দেবেন প্রায় ৬ লক্ষ ভোটার। জানিয়েছে নির্বাচন কমিশন। এই দফায় ভাগ্য পরীক্ষা হবে দলিত নেতা জিগনেশ মেবানি , কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি লড়াই করছেন ভেদগ্রাম। কেন্দ্র থেকে। বিধানসভার বিরোধী নেতা সুখরাম রাবতের ভাগ্য পরীক্ষা হবে এদিন। তিনি লড়াই করছেন জেতপুর কেন্দ্র থেকে। এছড়াই দ্বিতীয় দফায় স্টার প্রার্থীদের মধ্যে রয়েছেন, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, তাঁর কেন্দ্র ভীরগ্রাম। রয়েছে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পাতিদার নেতা হার্দিক প্যাটেল ও বিজেপি প্রার্থী আপলেশ ঠাকুর।

দ্বিতীয় দফায়র ভোট গ্রহণ শাসক দল বিজেপির কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বিরোধী দল কংগ্রেস আর আম আদমি পার্টির কাছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল আমেদাবাদের ১৬টি আসন। ১৯৯০ সাল থেকেই এই আসনগুলিতে বিজেপি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। ২০১২ ও ২০১৭ সালে আমেদাবাদে বিজেপি আধিপত্যতে ধীরে ধীরে পা রাখতে শুরু করেছিল কংগ্রেস। আগের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস চারটি আসন পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেশকরা দাবি কেরছেন বর্তমান বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬টির মধ্যে ১২টি আসন নিজেদের দখলে রাখতে পারে। তবে বাকি গুলি পাবে কংগ্রেস। তবে AIMIM কংগ্রেসের আসনে কিছুটা হলেও ভাগ বসাতে পারে। আম আদমি পার্টি কোনও আসন পাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ভোট গ্রহণ উপলক্ষ্যে শুধুমাত্র আমেদাবাদেই দুটি জনসভা আর প্রচার মিছিল করেছে। এটি বিজেপির শক্ত ঘাঁটি। তাই এই এলাকায় বিজেপি নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছে।

আরও পড়ুনঃ

বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ৬ জনকে পিষে দিল ট্রাক, আহত হয়েছে ১০ জন যাত্রী

মহিলাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে জ্বলন্ত সিগারেট গুঁজে দিল দুষ্কৃতীরা, ছুরির কোপ শরীরে একাধিক জায়গায়

কাল দ্বিতীয় দফার ভোট গুজরাটে, অহমেদাবাদের ১৬টি আসনই মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনও রাজনৈতিক দলের

 

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury