রাজস্থানে ভোট প্রচারের সময় বা়ড়মের একটি একটি জনসভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন। সেই সময়ই তিনি আপত্তিকর মন্তব্য করেন।
আবারও বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার ভারতের নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে। একটি নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে গিয়ে জয়বকাত্র বা পিকপকেট ও পান্নৌতি- এজাতীয় মন্তব্য করেছেন। আর সেই কারণেই নির্বাচন কমিশন কংগ্রেস নেতাকে কারণ দর্শনাতে বলেছেন।
রাহুল গান্ধী একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে গত ২২ নভেম্বর বিজেপি একটি অভিযোগ জানিয়েছে। বিজেপির এক নেতা জানিয়েছেন, রাজস্থানে ভোট প্রচারের সময় বা়ড়মের একটি একটি জনসভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন। সেই সময়ই তিনি এজাতীয় আপত্তিকর মন্তব্য করেন। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর সম্পর্কে পিকপকেট ও পান্নৌতি শব্দটি এর ব্যবহার করেন। পান্নৌতির বাংলা অর্থ হল অপায়া। বিজেপির অভিযোগ ছিল রাহুল গান্ধী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আর সেই কারণেই এই নোটিশ জারি করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি নির্বাচনী পরিবেশ নষ্ট করবে, যেখানে সম্মানিত ব্যক্তিদের মানহানি করার জন্য অপব্যবহার, আপত্তিকর এবং আপত্তিকর ভাষা ব্যবহার করা এবং মিথ্যা খবর ছড়ানো অনিবার্য হয়ে উঠবে।
১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিটেকের ফাইনাল নিয়ে কথা বলছিলেন রাহুল গান্ধী একটি জনসভায়। সেখানেই তিনি বলেন,'আমাদের ছেলেরা ভালই খেলছিল। কিন্তু অপয়া সবই নষ্ট করে দিল।' যদিও রাহুল গান্ধী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেননি। তবে তাঁর নিশানায় যে মোদী ছিল তা বুঝতে কারও সমস্যা হয়নি। অন্যদিকে আরও একটি জনসভায় প্রধানমন্ত্রীকে পকেটমার বলেও কটাক্ষ করেন। দুটি বিষয়েই অভিযোগ দায়ের করা হয়েছে। যাইহোক এবার আগামী শুক্রবারের মধ্যে রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনের শোকজের জবাব দিতে হবে।
আরও পড়ুনঃ
চোখের সমস্যায় জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভরা সভায় উদ্বেগ প্রকাশ করলেন 'পিসি' মমতা
মহুয়া-বিতর্কের জের, সংসদের ওয়েবসাইট ব্যবহারের নিয়ম বদলে দিচ্ছে সচিবালয়
'ওরা বোকা , মহুয়াকে সরাতে চাইছে', তৃণমূলের জনসভায় কৃষ্ণনগরের সাংসদের পাশে মমতা