তবে ভারতে এর প্রভাব পড়ে কেন? বায়ু প্রবাহ এভাবে উল্টে যাওয়ার কারণে ভারত, বাংলাদেশ, মায়ানমারে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। বেড়ে যায় তাপমাত্রা। শুকিয়ে যায় মাটি। এমনকি খরাও দেখা দিতে পারে। তবে কখন এবং কেন এল নিনো হয় তা এখনও পর্যন্ত বলতে পারেনি বিজ্ঞানীরা।