দুই পুত্র থাকতেও উত্তরাধিকারী বাছলেন প্রধানমন্ত্রীকে, অবাক করলেন অশীতিপর বৃদ্ধা


চমকে দিলেন অশীতিপর বৃদ্ধা

নিজের সব জমি তিনি লিখে দিতে চান নরেন্দ্র মোদীর নামে

অথচ তাঁর দুই পুত্র রয়েছে

কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি

তহসিল অফিসের সকলে অবাক। অবাক আইনজীবীরা। কেউ কেউ ভেবেছিলেন বয়সের ভারে হয়তো মহিলা ভুল বকছেন। আসলে তাঁর দাবিটাই ছিল চমকে দেওয়ার মতো। তাঁর নামে থাকা সমস্ত জমি লিখে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। অফিসাররা তাঁকে বোঝানোর পরও তিনি নিজের সিদ্ধান্তে অনড়। আসলে এর পিছনে রয়েছে এক মর্মান্তিক কাহিনি।

উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার কিশনি ব্লকের চিতায়ান নামে এক গ্রামে থাকেন বিত্তন দেবী। বয়স এখন ৮৫। জানা গিয়েছে বুধবার বিকেলে তিনি কিশনি ব্লকের তহসিল অফিসে পৌঁছে আইনজীবীদের কাছে ওই অবাক করা প্রস্তাব রেখেছিলেন। তিনি জানান, তাঁর সাড়ে বারো বিঘা জমি রয়েছে। এর সবটাই তিনি পরধানমন্ত্রীর নামে লিখে দিতে চান। বৃদ্ধা বিত্তন দেবীর দুই ছেলেও রয়েছে। আইনজীবীরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ওই জমি ছেলেদের নামে লিখে দিতে। কিন্তু, সেই পরামর্শ মানেননি বৃদ্ধা।

Latest Videos

তিনি জানান, বেশ কয়েক বছর হল তাঁর স্বামী পুরাণ লাল মারা গিয়েছেন। তাঁর দুই ছেলে এবং পুত্রবধুরা তাঁর এতটুকু যত্ন করে না। তিনি বেঁচতে আছেন ভারত সরকারের কাথ থেকে পাওয়া বার্ধক্য পেনশনের জোরে। এই অবস্থায় তিনি মনে করছেন, তাঁর পুত্ররা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাঁর দেখভাল করছেন। তাই নরেনদ্র মোদীর নামেই তিনি নিজের সব জমি লিখে দিতে চান।

বৃদ্ধার সব কথা শুনে আইনজীবীরা তাঁকে আর কিছু বলতে পারেননি। তবু, যদি তাঁর মন পরিবর্তন হয়, সেই কথা বিবেচনা করে বিত্তন দেবীকে দিন দুয়েক পরে ফের আসার জন্য বলে, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, ওই মহিলার দেখভালের বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে তাঁরা কথা বলবেন।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News