মোদীর 'সম্পত্তি ছিনিয়ে' নেওয়া মন্তব্যে নীরব নির্বাচন কমিশন, দ্রুত পদক্ষেপ করার আর্জি কংগ্রেসের

নির্বাচন কমিশনের এক মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বিষয়টি এড়িয়ে যান। বলেন, এই নিয়ে মন্তব্য প্রত্যাখ্যান করছে।

 

রাজস্থানে নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় কংগ্রেসকে ও কংগ্রেসের ইস্তেহারকে আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু মোদীর এই মন্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ দেশের নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এক মুখপাত্রকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বিষয়টি এড়িয়ে যান। বলেন, এই নিয়ে মন্তব্য প্রত্যাখ্যান করছে। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে।

Latest Videos

নরেন্দ্র মোদীর মন্তব্যঃ

রবিবার রাজস্থানের নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেসের ইস্তেহার দেখুন। কংগ্রেসের ইস্তেহার যা বলছে তা বড়ই উদ্বেগজনক। কংগ্রেসের ইস্তেহার মাওবাদের মতাদর্শকে কার্যকর করার চেষ্টা করছে। তিনি বলেন, কংগ্রেসের সরকার গঠিত হলে দেশের মা ও বোনেদের জন্য তা বড়ই বিপজ্জনক হবে। কারণ কংগ্রেস বলেছে তারা ক্ষমতায় এলে দেশের প্রত্যেকটি মানুষের সম্পদের হিসেব বুঝে নেবে। মা ও বোনেদের কাছে কি পরিমাণ সোনা-রুপো আছে তাও বুঝে নেবে। প্রয়োজনে সেগুলি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে ইস্তেহারে। তিনি আরও বলেন, কংগ্রেসের ইস্তেহার অনুযায়ী মা ও বোনেদের গয়না বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। তাদের মঙ্গলসূত্রও বাজেয়াপ্ত করা হবে। সরকারি কর্মীদের জমি জায়গায়ও বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। মোদী আরও বলেন, 'আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সম্পত্তি অর্জন করেছে তা বাজেয়াপ্ত করার কী অধিকার সরকারের রয়েছে?' তিনি আরও বলেন মা বোনেদের সম্পত্তিও বাজেয়াপ্ত করেবে। তাদের সোনাদানার সঙ্গে তাদের আত্মসম্মান যুক্ত রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন মঙ্গলসূত্র কোনও দামের বিষয় নয়, এর সঙ্গে মহিলাদের সম্মান আর জীবন যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, সেইসব সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে মুসলমানদের মধ্যে।

মোদীর এই মন্তব্যের পরই বিরোধীর তাঁর বিরুদ্ধে ভোটে জিততে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলেছে। বিরোধীরা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে। অন্যদিকে দেশের প্রায় আড়াই হাজার বিশিষ্ট মানুষ নির্বাচন কমিশনে চিঠি লিখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু তারপরেও নীরব রয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে কংগ্রেসও এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে। কংগ্রেস দাবি করেছে মোদীর এই মন্তব্য বিভাজনমূলক। মোদীর বক্তব্যে ও বক্তব্যের ধরনের তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?