পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের উপনির্বাচনে ধাক্কা বিজেপির, মাত্র দুটি আসনে জয়ের সম্ভাবনা

Published : Jul 13, 2024, 04:14 PM IST
counting by election

সংক্ষিপ্ত

উপনির্বাচনেও ধাক্কা খেল বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যথেষ্ট খারাপ ফল বিজেপির।

উপনির্বাচনেও ধাক্কা খেল বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যথেষ্ট খারাপ ফল বিজেপির।

এখনও পর্যন্ত যা ফলাফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাংলা ছাড়াও দেশের অন্য সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জোর ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট। তার মধ্যে জয় এবং এগিয়ে থাকার হিসেবে কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), আপ (AAP), ডিএমকে (DMK) সহ ‘ইন্ডিয়া’-র (INDIA) শরিকরা মোট ১০টি আসন পেতে চলেছে। বিজেপির ঝুলিতে আসতে পারে মাত্র দুটি আসন।

পশ্চিমবঙ্গে (West Bengal) কার্যত চারে চার তৃণমূলের। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে শাসকদল। অন্যদিকে, রাজ্যের বাইরের যে ৯টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে হিমাচল প্রদেশের হামিরপুরে জয়ের পথে বিজেপি। এদিকে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন বিহারের রুপৌলিতে।

তবে হিমাচল প্রদেশের দুটি আসনে জিতেছে কংগ্রেস। এমনকি, উত্তরাখণ্ডের দুটি আসনেও তারা এগিয়ে রয়েছে। সেইসঙ্গে, পাঞ্জাবের একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জয়লাভ করেছে।

অন্যদিকে, মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় আপাতত এক হাজারেরও কম ভোটে কংগ্রেসের চেয়ে এগিয়ে আছে বিজেপি। জানা যাচ্ছে, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে বিজেপির শীতল অঙ্গুরল রিঙ্কুকে হারিয়ে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। তাঁর জয়ের ব্যবধান প্রায় সাড়ে ৩৭, ৫০০ ভোটের।

সুতরাং, এই কথা বলাই যায় যে লোকসভা ভোটেও বিজেপির ফল কিন্তু আশানুরুপ হয়নি। এবার উপনির্বাচনেও সেই প্রভাব পড়ল গোটা দেশেই। এখনও পর্যন্ত ফলাফলের নিরিখে, পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যথেষ্ট খারাপ ফল হতে চলেছে বিজেপির। মাত্র দুটি আসন জুটতে পারে তাদের কপালে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল