মোবাইল খরচ বাঁচাতে BSNL-ব্যবহার করতে চান? ঘরে বসেই বদলে যাবে সিম কার্ড, জেনে নিন পোর্ট করার সহজ উপায়

Published : Jul 13, 2024, 12:28 PM ISTUpdated : Jul 13, 2024, 12:34 PM IST
BSNL launches many new unlimited recharge plans

সংক্ষিপ্ত

মোবাইল খরচ বাঁচাতে BSNL-ব্যবহার করতে চান? ঘরে বসেই বদলে যাবে সিম কার্ড, জেনে নিন পোর্ট করার সহজ উপায়

মাত্রা ছাড়া রিচার্জের দাম বাড়াচ্ছে জিও। কীভাবে ফোন ও ইন্টারনেটের টাকার জোগান দেবে ন তা নিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। তবে আর চিন্তা নেই কম দামে আকর্ষণীয় অফার আনছে বিএসএনএল। তাই পরের পর গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করে নিচ্ছেন।

কিন্তু কীভাবে নিজেদের নম্বর পোর্ট করবেন জানেন?

অন্য কোনও কোম্পানি থেকে BSNL-এ সিমকার্ড পোস্ট করা অত্যন্ত সহজ। তার জন্য নিজের ফোন থেকে একটি PORT লিখে একটি ম্যাজেস পাঠাতে হবে । এবার ১৯০০ নম্বরে এই ম্যাসেজটি পাঠাতে হবে।

এই নম্বরে ম্যাসেজটি পাঠালেই মিলবে UPC ইউনিক পোর্টিং কোড। এই কোড নিয়ে স্থানীয় বিএসএনএল অফিসে গেলেই মিলবে নতুন সিমকার্ড।

প্রায় সব প্ল্যানেই প্রায় ৪০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দিয়েছে জিও, এয়ারটেল। যার জেরে মোবাইল খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

তবে এক্ষেত্রে অনেকটাই স্বস্তি দিয়েছে বিএসএনএল। এর ফলে নম্বর বিএসএনএল-এ পোর্ট করে নিচ্ছেন একের পর এক গ্রাহক।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল