EPFO-র টাকা তুলতে পারবেন ATM কার্ড দিয়ে, জমাতে পারবেন যত খুশি টাকা, আসছে নতুন প্রকল্প

ইপিএফও ৩.০-এর অধীনে কর্মীরা আরও সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে বেশি সঞ্চয় এবং জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ।

Sayanita Chakraborty | Published : Dec 1, 2024 12:28 PM / Updated: Dec 01 2024, 02:53 PM IST
110

চাকরি থেকে অবসর গ্রহণের পরে আয় অব্যাহত রাখতে EPFO-র টাকাই ভরসা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-তে বিনিয়োগের সুযোগ রয়েছে সকল কর্মীদের জন্য।

210

বেতনের ১২ শতাংশ জমা পড়ে ইপিএফও অ্যাকাউন্টে। নিয়োগকারী সম পরিমাণ অর্থ অ্যাকাউন্টে জমা দেয়।

310

ইপিএফও-তে বিনিয়োগ করা অর্থের একটি অংশ পেনশন হিসেবে পাওয়া যায়। সেই কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প ইপিএফও-তে কিছু পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে কর্মীরা আরও বেশি সুবিধা পাবেন।

410

আরও বেশি সঞ্চয়ের সুযোগ পাবেন। আর হঠাৎ কোনও দরকার হলে জরুরি প্রয়োজনে টাকাও তুলতে পারেন। এমনই খবর এল প্রকাশ্যে।

510

এক প্রতিবেদন অনুসারে, কেন্দ্র সরকার ইপিএফও ৩.০ আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে ইপিএফও-র নিয়মে অনেক পরিবর্তন হবে।

610

সরকার সম্প্রতি প্যান ২.০ প্রকল্প ঘোষণা করেছে। আশা করা হচ্ছে, সরকার এবার ইপিএফও ৩.০ প্রকল্প ঘোষণা করতে চলেছে। এতে মিলবে বিস্তর সুবিধা।

710

জানা যাচ্ছে, এবার টাকা উর্ধ্বসীমা পরিবর্তন হবে। চাইলে আপনি বেশি টাকাও জমা দিতে পারেন আপনার EPFO অ্যাকাউন্টে।

810

ইপিএফও ৩.০ প্রকল্প কার্যকর হলে এটিএম-র দ্বারা টাকা তোলা যাবে। এবার টাকা তোলা আরও সহজ হবে বলে জানা গিয়েছে।

910

তবে, এই প্রসঙ্গে এখনও মেলেনি নিশ্চিত খবর। জানা গিয়েছে, সবই আছে আলোচনা স্তরে।

1010

তবে, এই ইপিএফও ৩.০ প্রকল্প কার্যকর হলে আপনি যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos