হরিয়ানায় হতে পারে পালা বদল। জম্মু ও কাশ্মীরে কঠিন লড়াই। তেমনই ইঙ্গিত দিচ্ছে বুধ ফেরত সমীক্ষা
হরিয়ানায় হতে পারে পালা বদল। জম্মু ও কাশ্মীরে কঠিন লড়াই। তেমনই ইঙ্গিত দিচ্ছে বুধ ফেরত সমীক্ষা বা এক্সটি পোল। হরিয়ানা পরপর দুইবার ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু এবার গেরুয়া শিবিরের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। অন্যদিকে রাজ্যের তকমা হারানো জম্মু ও কাশ্মীরের মসনদ দখল করা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।
হরিয়ানার বুথ ফেরত সমীক্ষা-
হরিয়ানা বিধানসভার আসন সংখ্যা ৫৫। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ৪৪-৫৪টি আসন। বিজেপি পেতে পারে ১৯-২৯টি আসন। আপ , জেজেপি পেতে পারে একটি করে আসন। রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৫৫-৬২, বিজেপি ১৮-২৪টি আসন।
জম্মু ও কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষা-
জম্মু ও কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষ বলছে কড়া মোকাবিলা হবে বিজেপির সঙ্গে বিরোধী দলগুলির। দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ দলগুলি পেতে পারে ৩৫-৪০টি আসন। বিজেপি পেতে পারে ২০-২৫টি আসন। পিডিপি ৪০৭টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের জোটের দখলে যেতে পারে ৪০-৪৮টি আসন। বিজেপির দখলে থাকতে পারে ২৭-৩২টি আসন।
জম্মু ও কাশ্মীরের তিন ধাপে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়েছে। ৩৭০ ধারা লোপের পর জম্মু ও কাশ্মীর হারিয়েছিল রাজ্যের তমকা। কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবেই ছিল ২০১৯ সাল থেকে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিধানসভা নির্বাচনের পর জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হতে পারে।