একবছরের কঠোর পরিশ্রমে হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন কৃষকের ছেলে

Published : Aug 31, 2019, 09:46 AM ISTUpdated : Feb 14, 2020, 07:43 PM IST
একবছরের কঠোর পরিশ্রমে হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন কৃষকের ছেলে

সংক্ষিপ্ত

হাইলাইটস্- প্রতিকূলতাকে জয় করে হেলিকপ্টার তৈরি করলেন কৃষকের ছেলে  রাজস্থানের দৌসার বান্দিকুইয়ের আভানেরি গ্রামের এই যুবকের সৃষ্টি দেখতে উপচে পড়ছে ভিড়  এক বছরের কঠোর পরিশ্রম এবং ইউটিউব থেকে প্রাথমিক ধারণার ফল এই কপ্টার এই হেলিকপ্টারটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা

যোধপুর: দারিদ্র এবং বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে যে লক্ষ্যে এগিয়ে যাওয়া যায় সেটাই ফের প্রমাণ করে দিলেন রাজস্থানে এক কৃষকের ছেলে৷ পকেটে আইটিআই ডিগ্রী৷ নিজের মেধা, পরিশ্রম আর ইচ্ছের জোরে চেতরাম গুর্জর তৈরি করে ফেললেন একটি হেলিকপ্টার৷ সঙ্গে সাহায্য করেছে ইউটিউবও৷ 

অবাক হলেও, এমনটাই ঘটেছে রাজস্থানের দৌসার বান্দিকুইয়ের আভানেরি গ্রামের এই যুবক৷ যা দেখতে এখন দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই৷
ইতিমধ্যেই এই হেলকপ্টারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে চেতরামের তৈরি সেই তেরঙ্গা হেলিকপ্টারকে৷ 

আরও পড়ুন:দেহব্যবসার পর্দাফাঁস, চাকরির প্রলোভন দেখিয়ে অশ্লীল কাজে বাধ্য করার অভিযোগ

জানা গিয়েছে, হেলিকপ্টার তৈরির স্বপ্ন সে বহুদিন ধরেই দেখছিল৷ এক বছরের কঠোর পরিশ্রমে সে এই হেলিকপ্টার তৈরি করেছে৷ চেতরামের দাবি, অনুমতি পেলে সে এটি মাটি থেকে ২০ ফুট উচ্চতা পর্যন্ত ওড়াতে পারবে৷ সে জানায়, এই কপ্টার তৈরি করতে প্রতিদিন ১২-১৫ ঘন্টা  সময় দিয়েছে সে৷ সেই সঙ্গে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা৷ আর এই সমগ্র কর্মকাণ্ডে যে নিরন্তর তার পাশে থেকে মানসিক এবং আর্থিকভাবে সাহায্য করে গিয়েছেন তাঁর বাবা৷ 

সংবাদ সূত্র থেকে আরও জানা যাচ্ছে, হেলিকপ্টারটি তৈরি করতে গিয়ে এতে বার তিনেক বদল আনতে হয়েছে৷ প্রথমে মোটর সাইকেলের সিঙ্গল পেট্রল ইঞ্জিন লাগানো হয়, কিন্তু কপ্টারটি উড়তে ব্যর্থ হয়৷ এরপরে পরিবর্তন করে দেওয়য়া হয় ডিজেল ইঞ্জিন, কিন্তু তারপরেও ব্যর্থ হয় সে৷ এরপর হন্ডা সিভিজেড মোটরবাইকের দুটি ইঞ্জিন লাগানো হয় এবং কপ্টারে কিছু পরিবর্তন আনার পরে লক্ষ্যে পৌঁছতে সফল হন এই যুবক৷ 

আরও পড়ুন: আজ এনআরসি তালিকা প্রকাশ,অসমে জারি কড়া সতর্কতা, কী আছে রাজ্যবাসীর ভাগ্যে

এই হেলিকপ্টারে ১০ লিটার পেট্রল ভরা যেতে পারে বলে জানা গিয়েছে৷ লক্ষ্যে পৌঁছতে সফল কৃষকের ছেলে চেতরাম৷ কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার সাহায্য করলে চেতরাম তার এই প্রয়াসকে আরও শান দিতে পারে বলেই মনে করা হচ্ছে৷

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা