Viral news: চলন্ত ট্রেনেই কিল, চড়, ঘুষি, ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় দিল্লি মেট্রো

Published : Oct 27, 2023, 11:14 AM IST
delhi metro

সংক্ষিপ্ত

চলন্ত মেট্রোয় ধাক্কাধাক্কি থেকে বচসার একটি ভিডিও ঘিরে শোলগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে

দিল্লি মেট্রোয় একের পর ঘটনা লেগেই থাকে। কখনও পোশাক বিভ্রাট তো আবার কখনও অন্য কোনও কারণে। বারবারই দিল্লি মেট্রোর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায়। এবার দিল্লি মেট্রোর যাত্রীদের আচরণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও-এর থেকে। চলন্ত মেট্রোয় ধাক্কাধাক্কি থেকে বচসার একটি ভিডিও ঘিরে শোলগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে। যাত্রিদের মধ্যে হাতাহাতির এই দৃশ্য অবাক করেছে নেটনাগরিকদের।

সম্প্রটী এক্স (পূর্বতন টুইটার)-এ ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা। ভিডিও দেখা যাচ্ছে দিল্লি মেট্রোর মধ্যে চরম বিশৃঙ্খলার দৃশ্য। চলন্ত মেট্রোর মধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয়। সেখান থেকে শুরু হয় যাত্রীদের মধ্যে বচসা। তর্কবিতর্ক বাড়তে বাড়তে তা হাতাহাতিতে পৌঁছয়। চলন্ত মেট্রোর মধ্যেই একে অপরকে কিল, চর, ঘুষি মারতে থাকেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় যায়। ইতিমধ্যেই ৮৯৬ জন ভিডিওটিকে লাইক করেছেন। দেখে নিন সেই ভিডিও।

 

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল