১৮মাসের বকেয়া ডিএ আর দেওয়া হবে না! মহার্ঘ ভাতা নিয়ে কপাল পুড়ল সরকারি কর্মীদের

Published : Feb 06, 2025, 05:25 PM ISTUpdated : Feb 06, 2025, 05:35 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খারাপ খরব। কেন্দ্রীয় সরকার জনিয়ে দিয়েছে আর বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রদান করা হবে না। 

PREV
110
খারাপ খবর!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খারাপ খরব। কেন্দ্রীয় সরকার জনিয়ে দিয়েছে আর বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রদান করা হবে না।

210
অর্থমন্ত্রকের নির্দেশিকা

লোকসভায় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, সরকরি অর্থের ওপর চাপ কমাতে মহামারি চলাকালীন ডিএ বা ডিআর-এর কিস্তি আর দেওয়া হবে না।

310
১৮ মাসের ডিএ নেই

কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কারণে কেন্দ্রের সরকারি কর্মীরা আর ১৮ মাসের মহার্ঘ ভাতা আর মহার্ঘ অনুদান পাবেন না।

410
কেন্দ্রীয় সরকারের বার্তা

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, 'কেন্দ্রীয় সরকারি কর্মচারী/পেনশনভোগীদের ০১.০১.২০২০, ০১.০৭.২০২০ এবং ০১.০১.২০২১ তারিখ থেকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)/মহার্ঘ্য ত্রাণ (ডিআর) এর তিনটি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিড-১৯ এর প্রেক্ষাপটে, যা অর্থনৈতিক ব্যাঘাত ঘটায়, যাতে সরকারি অর্থায়নের উপর চাপ কমানো যায়।'

510
ডিএ না দেওয়ার কারণ

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ২০২০২ সালে মহামারির প্রতিকূল আর্থিক প্রভাব ও সরকারি কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপে প্রচুর অর্থ দেওয়া হয়েছে। পিছিয়ে পড়াদের সাহায্য করা হয়েছে। আর সেই কারণে সেই সময় ডিএ বা ডিআর দেওয়া হয়নি।

610
কেন্দ্রের মহার্ঘ ভাতার হার

কেন্দ্রীয় সরকার বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ হারে ডিএ পান। শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল গত বছর দীপাবলির সময়। তারপর আর মহার্ঘ ভাতা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

710
অষ্টম বেতন কমিশনের অনুমোদন

বর্তমানে কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। কমিশনের গঠনও করা হয়েছে। মনে করা হচ্ছে সেখানে প্রচুর প্রচুর টাকা বেতন বাড়বে। কিন্তু ডিএ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

810
ডিএ বন্ধ

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ডিএ দেওয়া বন্ধ হয়ে যাবে বলে জল্পনা শুরু হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়ি কেন্দ্রীয় সরকার।

910
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ

পঞ্চম বেতন কমিশনের সময়কালে সুপারিশ ছিল, ডিএ ৫০ শতাংশ ছাড়ালে তা যেন মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেটি আবার অষ্টম বেতন কমিশনে ফিরিয়ে আনা হতে পারে।

1010
৫০ শতাংশ পার

আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশের বেশি হারে ডিএ পাচ্ছেন। তাই আর ডিএ দেওয়া হবে না বলেও জল্পনা শুরু হয়েছে।

click me!

Recommended Stories