'সারমেয়-র মতো মৃত্যু হবে মোদীর', রাহুল ইস্যুতে বিক্ষোভ দেখাতে গিয়ে ইডি দফতরের সামনে বিস্ফোরক কংগ্রেস নেতা শেখ হুসেন। অশালীন ভাষায় দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার অভিযোগে কংগ্রেস নেতা শেখ হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
'সারমেয়-র মতো মৃত্যু হবে মোদীর', রাহুল ইস্যুতে বিক্ষোভ দেখাতে গিয়ে ইডি দফতরের সামনে বিস্ফোরক কংগ্রেস নেতা শেখ হুসেন। অশালীন ভাষায় দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার অভিযোগে কংগ্রেস নেতা শেখ হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মূল ই়ডি দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে মোদীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন ওই কংগ্রেস নেতা। মূলত 'সারমেয়-র মতো মৃত্যু হবে মোদীর', বলে তুমুল বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা শেখ হুসেন।ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুই দিনের মধ্য়ে তাঁকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছে বিজেপি। এছাড়াও দুইদিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে, উচ্চতর আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি মিলেছে।
নাগপুরে ইডি দফতরের বাইরে অন্যান্য কংগ্রেস কর্মীদেপ বিক্ষোভ দেখাচ্ছিলেন শেখ হুসেন। তখনই আচমকা শেখ হুসেন বলে বসেন, যেভাবে কুকুরের মৃত্যু হয়, সেইভাবেই মারা যাবেন মোদী।এই কথা বলার জন্য আমাকে যদি নোটিশ পাঠানো হয়, তাতেও ভয় পাই না আমি, লড়াই চালিয়ে যাবো।' গত ১৩ জুন বিক্ষোভ চলাকালীন এই মন্তব্য করেছিলেন তিনি। তার দুই দিন পর নাগপুরের গিত্তিখাদান থানায় কংগ্রেস নেতা শেখ হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ওই বিক্ষোভে দুই জন কংগ্রেসের নেতাকে আটক করেছে স্থানীয় পুলিশ।অশালীনভাষা এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছে হুসেনের বিরুদ্ধে। বিজেপির নাগপুর ইউনিটের তরফে এই মন্তব্যের তীব্র নিন্দা করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দুইদিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে, উচ্চতর আদালতে যাওয়া হবে। এমন হুঁশিয়ারিও দেওয়া হয় বিজেপির তরফে।
আরও পড়ুন, ১০৪ ঘন্টা ৮০ ফুট কুয়োর নীচে সাপ-ব্যাঙের সঙ্গে বিস্ময় বালক, রাহলকে উদ্ধার করল এনডিআরএফ
প্রসঙ্গত ন্যাশনাল হ্যারল্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়েছিল ইডি। ২ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু বিদেশে থাকার কারণে ইডির কাছে কিছুটা সময় চেয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে এদিন ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রাহুলের। ৮ জুন সোনিয়া গান্ধীর ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তার কোভিড রিপোর্ট পজিটিভ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। পুনরায় ২৩ জুন তার হাজিরা দেওয়া কথা জানিয়েছে ইডি। তবে এভাবে শারীরিক অসুস্থতা এবং কেন্দ্রীয় বাহিনীর একের পর এক তলবে স্নায়ুচাপের মুখোমুখি হবেন কিনা সোনিয়া গান্ধী, এনিয়ে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগে 'অনিয়ম'-র অভিযোগ, হাইকোর্টে তদন্তের আবদন এবার পার্শ্বশিক্ষকের