রাজনীতিতেও কি এবার চালু হবে 'সুন্দর মুখের জয় সর্বত্র' প্রবাদ? 'মুখ বিতর্ক' কংগ্রেস আর বিজেপিতে

দেশের ক্ষমতার করিডোর হিসেবে পরিচিত দিল্লি। তবে শুধু দিল্লি নয় বাকি রাজ্যতেও পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে। কোনওটা ষড়যন্ত্র। কোনওটা আবার ক্ষমতার খেলা।

'সুন্দর মুখের জয় সর্বত্র '

চলতি বছরের দেশের বড় রাজ্যের মধ্যে রাজস্থান বিধানসভা নির্বাচন। এই রাজ্যে বর্তমানে বিজেপির অন্দরে গুঞ্জন আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে খুবই সুন্দর হবে। বিজেপির এক নেতা এই ভবিষ্যৎবানী করেছেন। তারপর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে।

Latest Videos

অনেকেই আগামী দিনে বিজেপির নেতাদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হতে পারে তা নিয়ে আলোচনার সময় অবধারিতভাবেই উঠে আসছে সুন্দর দেখতে নেতা নেত্রীদের নাম। যার মধ্যে অবশ্যই রয়েছেন বসুন্ধরা রাজে। পাশারাশি নতুন মুখ নিয়েও আলোচনা হচ্ছে। রাজস্থানের অন্দরে আরও একটি কথা ভাসছে তা হল এক রাজকুমারী নাকি একের পর অভিনন্দন বার্তা পাচ্ছেন।

'মুখে কুলুপ'

মুখ নিয়ে শুধুমাত্র বিজেপিতে নয় রাজ্যে আরও একটি দলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। যা অবশ্যই কংগ্রেসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তবে কংগ্রেস বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছে।

সম্প্রতি ভুল কারণে কংগ্রেসের খুব কাছের এক ব্যক্তির ছবি সামনে এসেছে। উদয়পুরে ফাঁস হওয়া সরকারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস করার পিছনে অভিযুক্ত মাস্টারমাইন্ডদের একজন ছিলেন তিনি। পুলিশ এখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। তবে মাস্টারমাইন্ড এখনও পলাতক। অভিযুক্তদের সঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতার ভাল সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন রাজস্থানের রাজনীতিতে। অভিযুক্তদের একাধিক ছবি সামনে আসার সঙ্গে সঙ্গে বিজেপি রাজস্থানের রাজনীতি শ্বাস নেওযার সম্ভাবনা দেখতে পাচ্ছে।

কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে তারা 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' প্রচার শুরু করেছে। অভিযুক্তদের সাথে ১৫ টিরও বেশি নেতার ছবি তোলার সাথে, কংগ্রেসকে আক্ষরিক অর্থে ফ্রেমবন্দি করা হয়েছে।

'নো থ্যাঙ্কস'

উত্তর প্রদেশের ছোট নেতাজি প্রায়ই জেলা পরিদর্শনে যাচ্ছেন। কারণ অখিলেশ যাদবের দলের অনেক সহকর্মী তাদের পুরনো দিনের কাজের জন্য বর্তমানে জেল বন্দি রয়েছে। অখিলেশের এই জেলা সফর জেলবন্দি নেতাদের কাছে দুঃখের কারণ। তারা জেলে বন্দি। দলের প্রধান নেতার সঙ্গে তারা দেখা করতে পারছেন না। তাঁর সামনে তুলে ধরতে পারছেন না তাদের সদিচ্ছা। তবে ছোট নেতাজি জেলে দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই তাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ।

সম্প্রতি অখিলেশ কানপুর কারাগারে তাঁর পুরনো এক বিধায়কের সঙ্গে দেখা করেন। কিন্তু পরের দিনই ওই বিধায়ককে অন্য জেলে স্থানান্তর করা হয়। ব্যাপক হইচই পড়ে গেল। তবে আদেশটি দ্রুত জারি করা হয়েছিল এবং কেউ এটি পরিবর্তন করতে পারেনি।অখিলেশ একজন প্রাক্তন বিধায়কের সাথেও দেখা করেছিলেন এবং তার অন্য জেলে যাওয়ার কথা রয়েছে। এই হারে, পরের বার যখন ছোট নেতাজি ফোন করবেন তখন অনেকেই তাঁকে 'no thanks' বলবেন।

 

'স্যাঁত স্যাত পটকা'

যখন কুন্নুরে জয়রাজানরা তরবারি পার হয়েছিল তখন তখন অনেকেই EP এবং P. হাই নাটকের মধ্যে একটি অগ্নিসংযোগের প্রত্যাশা করেছিলেন, কমরেডরা ই পি জয়রাজনের বিতর্কিত আয়ুর্বেদিক রিসর্ট প্রকল্পে তার কোন অংশীদারিত্বের কথা স্বীকার করে নিলে সমস্যাটি অচল হয়ে পড়েছিল।

তবে তিনি স্বীকার করেছেন তাঁর স্ত্রী ও ছেলে স্টেকহোল্ডার ছিলেন। পার্টি তার কথা মনোযোগ দিয়ে শুনেছিল। শেষ পর্যন্ত সম্মত হয়েছিল। যে একজন কমরেড আসলে তার স্ত্রী ও ছেলের মাধ্যমে এমন একটা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছিলেন যা কোটি কোটি টাকার। কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। এই প্রকল্প পরিবেশের নিয়মনীতিগুলিকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

এমনকি পি জয়রাজনও ইপির বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে রাজ্য কমিটির বৈঠকে কবে ফের আলোচনা হবে সেই দিকেই সবার নজর। কিন্তু লাল কেল্লার ভেতরে কী ঘটে তার সঠিক বিবরণ বাইরে থেকে জানা যায়নি। আগামী দিনেও যাবে না।

আরও পড়ুনঃ

বীরবাহা হাঁসদাকে ফেরাল সুপ্রিম কোর্ট, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ

নোটবন্দি 'বেআইনি', সুপ্রিম কোর্টের ভিন্ন রায় দেওয়া বিভি নাগারত্না দেশের আগামী মহিলা বিচারপতি

নোট বাতিল নিয়ে 'সুপ্রিম' রায় ঐতিহাসিক, রাহুল গান্ধী কি এবার ক্ষমা চাইবেন? প্রশ্ন বিজেপির

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু