ম্যাপ বিতর্কের পরই পিছু হাঁটলেন চিনা প্রেসিডেন্ট ? দিল্লিতে জি-২০ সম্মেলন এড়িয়ে গেলেন শি জিংপিং

দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, নতুন দিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর বৈঠকে বেজিংএর প্রতিনিধিত্ব করবেন প্রিমিয়া লি কিয়াং।

 

 

দিল্লিতে জি-২০ সম্মেলনে আসছেন না চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। আগামী সপ্তাহেই দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন। চিনের নতুন ম্যাপ নিয়ে ইতিমধ্যেই দিল্লি আর বেজিংএর মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে। এই আবহেই নতুন দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার নতুন করে শি জিংপিংকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর কূটনৈতিক কারণেই শি জিংপিং এই সিদ্ধান্ত নিতে চলেছে।

Latest Videos

দুই ভারতীয় কর্মকর্তা একজন চিনে অবস্থিত কূটনীতিক অন্য জন জি-২০র সরকারি শীর্ষ কর্তা- দুজনেই বলেছেন, নতুন দিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর বৈঠকে বেজিংএর প্রতিনিধিত্ব করবেন প্রিমিয়া লি কিয়াং। তবে কেন শি জিংপিং তাঁর পূর্ব নির্ধারিত দিল্লি সফর এড়িয়ে যাচ্ছেন তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দিল্লির সরকারি কর্মকর্তারা। তাঁরা এই বিষয়ে কোনও প্রশ্নের জবাবও দেননি।

ভারত শীর্ষ সম্মেলনটিকে রীতিমত গুরুত্ব দিয়েছিল। বলা হয়েছিল এই সম্মেলনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে পারেন শি জিংপিং। কারণ এই সম্মেলন শুধুমাত্র ভারতের জন্য নয়, বিশ্বশান্তি ও অর্থনৈতিক স্থিতাবস্থার জন্যই অত্যান্ত জরুরি। তাই জি-২০ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের এই সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু জিংপিংএর আগেই ক্রেমলিন জানিয়েছে সম্মেলনে সশরীরে হাজির হতে পারেন না রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। জরুরি যুদ্ধজনিত অবস্থার জন্যই তিনি সম্মেলনে উপস্থিত হতে পারবেন না বলেও রাশিয়া সূত্রের খবর। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত হবে। সূত্রের খবর ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে পারেন পুতিন।

ভারতের কেন্দ্রীয় সরকার সূত্রের খবর শি-র পরিবর্তে চিনের প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। চিনে দুই বিদেশ কূটনীতিক ও অন্য একটি জি-২০ দেশের এক সহকারী কর্মকর্তা বলেছেন, শি সম্ভবত এই সম্মলনের জন্য ভ্রমণ করবেন না। তবে কোনও সূত্রই শি-র এই আচমকা মত পরিবর্তনের কারণ জানাতে পারেনি।

chandrayaan 3: চাঁদে রয়েছে অক্সিজেন, চন্দ্রপৃষ্ঠে আরও কী কী পেয়েছে রোভার প্রজ্ঞান- জানুন

 

গত নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিংএর সঙ্গে। তারপর তাঁদের এবারও ভারতের দেখা হওয়ার কথা ছিল। যুযুধান দুই রাষ্ট্রপ্রধানের ভারত সফর নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছিল।

Controversial China Map: চিনের নতুন ম্যাপ শুধুমাত্র সীমান্ত সমস্যা বাড়াবে, কড়া প্রতিক্রিয়া ভারতের

চিনের অন্যান্য অঞ্চলের মতই অরুণাচলপ্রদেশ ও আকসাই চিনের ওপর দাবি জানিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে বেজিং। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে সরব হল ভারতর। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, চিনের এজাতীয় পদক্ষেপ সীমান্ত সমস্যাকে আরও জটিল করে তুলবে। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, 'আজ আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিনের তথাকথিত ২০২৩ সালের চিনের স্ট্যান্ডার্ড ম্যাপ নিয়ে প্রতিবাদ জানিয়েছি।' তিনি আরও বলেন, চিন ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করছে এটি অন্যায্য দাবি। অরিন্দম বাগচী আরও বলেন, 'আমরা এই দাবিগুলি প্রত্যাখ্যান করি। কারণে এগুলির কোনও ভিত্তি নেই। চিনা পক্ষের এই ধরনের দাবি শুধুমাত্র সীমান্ত সমস্যার সমাধানকে আরও জটিল করে তুলবে। ' এই ঘটনার মাত্র এক দিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের দাবিগুলিকে অন্যায্য বলে সওয়াল করেছিলেন।

Ujjwala Yojana: উজ্জ্বলা প্রকল্পের সিলিন্ডার প্রতি ৪০০ টাকা ভর্তুকি কেন্দ্রে, জানুন কী করে আবেদন করবেন

 

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল