Gandhi Jayanti 2023: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪তম জনবার্ষিকীতে জেনে নিন তাঁর বিখ্যাত ৭টি উক্তি

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা তথা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর ৭টি বিখ্যাত উক্তি। 

Sahely Sen | Published : Oct 1, 2023 1:37 PM / Updated: Oct 02 2023, 07:01 AM IST
17
অহিংসা এবং ক্ষমা

মহাত্মা গান্ধী বলতেন, ‘চোখের বদলে চোখ নিয়ে নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে।’

27
পরিবর্তন

‘বিশ্বে পরিবর্তন দেখতে চাইলে আপনাকেই সেই পরিবর্তন হয়ে উঠতে হবে, যা আপনি সারা বিশ্বে দেখতে চান।’

37
সেবা

‘নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেললেই নিজেকে খুঁজে পাওয়া যাবে।’

47
অহিংস প্রতিবাদ

‘বিশ্বে মৃদু ঝাঁকুনি দিলেই আপনি পরিবর্তন আনতে পারবেন।’

57
ভবিষ্যৎ

‘আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি আজ যা করতে চান, তার উপর।’

67
কর্মফল

‘আপনার ক্রিয়াকলাপের ফল কী আসবে, তা আপনি জানেন না। কিন্তু, আপনি যদি কোনও কাজই না করেন, তাহলে আপনি কোনও ফলাফলই পাবেন না।’

77
ক্ষমা

‘দুর্বল ব্যক্তি কখনওই ক্ষমা করতে পারেন না। ক্ষমা করা শক্তিশালী ব্যক্তির বৈশিষ্ট্য‌’। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos