Happy Birthday Modi Ji: সকাল থেকে শিশুদের ভিড়, প্রধানমন্ত্রীর জন্মদিন যেন 'লাল-নীল-সবুজেরই মেলা...'

Published : Sep 17, 2023, 01:48 PM IST

দ্বারকায় যশোভূমি উদ্বোধন করার জন্য মেট্রোতে চড়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে সেলফি তোলার ধুম পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে।

PREV
17

১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন  এ উপলক্ষে সারা দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও প্রধানমন্ত্রীর বড় পোস্টারে দুধ-জল দিয়ে স্নান করানো হয়েছে, কোথাও আবার তাঁর ছবিকে পুজো করা হয়েছে।

27

দ্বারকায় যশোভূমি উদ্বোধন করার জন্য মেট্রোতে চড়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে সেলফি তোলার ধুম পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। 

37

সংস্কৃতে গান গেয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনে অভিনন্দন জানান মেট্রোর যাত্রীরা। সকলের সঙ্গে স্বচ্ছন্দে মিশে যান দেশের প্রধানমন্ত্রী। 

47

শিশুদের কাছ থেকে হাসি মুখে গ্রহণ করে নেন লজেন্স, চকোলেট। 

57

৭৩ বছরের জন্মদিন তো কী হয়েছে? ২০২৩-এ চলন্ত মেট্রোর ভেতর একেবারে ৭ অথবা ৩ বছর বয়সি হয়ে গেলেন নরেন্দ্র মোদী। 

67

শিশুরাও তাঁর সঙ্গে কথা বলে দারুণ উচ্ছ্বসিত। সারা মেট্রোর ভেতরে ছড়িয়ে পড়ে জন্মদিনের আনন্দ। 

Read more Photos on
click me!

Recommended Stories