Vishwakarma scheme: বিশ্বকর্মা প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন সুবিধেভোগীদের সঙ্গে

বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা প্রকল্প চালু করলেন। এদিন তিনি দিল্লিতে প্রকল্পের উপক্ষোক্তাদের সঙ্গে কথাও বলেন।

 

Saborni Mitra | Published : Sep 17, 2023 11:13 AM IST
19
বিশ্বকর্মা প্রকল্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ ডিসেম্বর বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করেন। ২০২৩-২৪ সালের বিশ্বকর্মা প্রকল্পের কথা উল্লেখ ছিল।

29
বিশ্বকর্মার আর্থিক দিক

২০২৭-২৮ আর্থিক বছর পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা ব্যায়ের বিধান দেওয়া হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্যে শিল্পি ও কারিগরদের দক্ষতা আরও উন্নত করা।

39
আর্থিক অনুদান

অর্থ মন্ত্রকের মতে এই প্রকল্পের অধীমে সুবিধেভোগীদের ১৫ হাজার টাকার টুলকিট প্রদান করা হবে। সুবিধেভোগীদের স্টাইপেন্ড হিসেবে প্রতিদিন ৫০০ টাকা দেওয়ারা কথাও বলা হয়েছে।

49
বিশ্বকর্মা প্রকল্পের সুবিধেভোগী

এই প্রকল্পের সুবিধেভোগীরা হল ছুতোর, রাজমিস্ত্রি, কুমোর, লোহার মিস্ত্রিরা।

59
এই স্কিমের উদ্দেশ্য

এই স্কিমের উদ্দেশ্য হল গুরু ও শিষ্য পরম্পরা বজায় রেকে আগামী প্রজন্মকে আরও দক্ষ হিসেবে তৈরি করা।

69
আবেদনের প্রয়োজনীয় শর্তাবলী

আবেদনকারীর বয়স হতে পারে ১৮ বছর বা তারও বেশি। আধারকার্ড থাকতে হবে পরিচয়পত্র হিসেবে। আবাসিক শংসাপত্র থাকা জরুরি। মোবাইল নম্বর, জাতের শংসাপত্র থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবই থাকতে হবে।

79
স্কিমের সুবিধে

এই প্রকল্পের অধীনে কারিগরদের প্রথম পর্যায়ে ৫ শতাংশ সুদের বিনিময় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। দ্বিতীয় পর্যায়েও পাঁচ শতাংশ সুদের বিনিয়ম ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে।

89
প্রধানমন্ত্রীর উদ্যোগ

এদিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করে অনেক সুবিধেভোগীদের সঙ্গে নিজেই কথা বলেন। তাঁদের কাজের ক্ষত্র বোঝার চেষ্টা করেন।

99
কাজ দেখেন

প্রধানমন্ত্রী কারিগরদের কাজও খুটিয়ে খুঁটিয়ে দেখেন। কাজের ধরন দেখেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos