ফলের রসে মেশাচ্ছিল প্রস্রাব, চোখে পড়তেই গণপিটুনি স্থানীয়দের, পরে গ্রেফতার

খাবারে ভেজালের ঘটনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন অঞ্চলে এই ঘটনা দেখা যায়। কিন্তু উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যে নিন্দনীয় ঘটনা দেখা গিয়েছে, তার নজির মেলা ভার।

Soumya Gangully | Published : Sep 14, 2024 10:05 AM IST / Updated: Sep 14 2024, 04:21 PM IST

প্লাস্টিকের বড় পাত্রে হলুদ রঙের তরল রাখা ছিল। ফলের রসে সেই তরল মেশানো হচ্ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করেন স্থানীয় ব্যক্তিরা। তাঁরা আবিষ্কার করেন, ফলের রসে যে হলুদ তরল মেশানো হচ্ছিল তা আসলে প্রস্রাব। সেটা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা ওই ফলের রসের দোকানের মালিককে মারধর শুরু করেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তল্লাশি চালিয়ে প্রস্রাব ভর্তি প্লাস্টিকের পাত্র উদ্ধা করে। এরপর ফলের রসের দোকানের মালিক ও তার নাবালক সহকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ধৃত ব্যক্তির নাম আমির খান। তার দোকানের নাম খুশি জুস কর্নার। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃতকে জেরা পুলিশের

Latest Videos

গাজিয়াবাদের সিনিয়র পুলিশ অফিসার ভাস্কর ভার্মা জানিয়েছেন, ‘শুক্রবার স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। ওই ফলের রসের দোকান থেকে এক লিটার প্রস্রাব ভর্তি পাত্র উদ্ধার করেন পুলিশকর্মীরা। আমির খানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার পিছনে কী কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া তরল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

 

 

বারবার ঘৃণ্য ঘটনা

কয়েক মাস আগে তেলঙ্গানায় একই ধরনের নিন্দনীয় ঘটনা দেখা গিয়েছিল। সেখানে কুলফি ও আইসক্রিমের দোকানের এক ব্যক্তি হস্তমৈথুন করার পর ফালুদায় বীর্য মেশাচ্ছিল। স্থানীয় ব্যক্তিরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেশজুড়ে এই ঘটনার নিন্দা করা হয়। কিন্তু তারপরেও দেশের অন্য প্রান্তে একইরকম ঘটনা দেখা গেল। বহু মানুষ এই ঘটনার নিন্দা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Telangana: হস্তমৈথুন করে ফালুদায় বীর্য মিশিয়ে বিক্রি! তেলঙ্গানায় চাঞ্চল্য

Adulterated Spices: কলকাতা থেকে জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে ভেজাল মশলা, খাবার পাতে বিষ

Adulterated Honey: এই ৫টি উপায়ে জেনে নিন আপনার ব্যবহার করা মধু আসল না ভেজাল

Share this article
click me!

Latest Videos

হাতে জাতীয় পতাকা পরনে কালো ব্যাজ! আরজি কর প্রতিবাদে গলা মেলালেন রেলযাত্রীরা | Ranaghat News Today |
'আপনি চটিটা কম চাটুন' কাকে বললেন শুভেন্দু অধিকারী? Suvendu Adhikari | R G Kar Protest
১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal
'আমি ওদেরকে চিনি না, জানি না, কোন সম্পর্ক নেই' বিস্ফোরক মন্তব্য Mamata Banerjee-এর | RG Kar Protest
'ফাঁকা ঘরের ছবি দেখিয়ে জুনিয়র ডাক্তারদের চাপে ফেলার চক্রান্ত' মমতার খেলা ধরে ফেলে কী বললেন শুভেন্দু?