DA Hike 2025: বছরের প্রথম দিকেই উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা! ডিএ বৃদ্ধিতে কবে কত হাতে আসবে টাকা জেনে নিন

Published : Jan 07, 2025, 02:26 PM IST

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা শীঘ্রই বাড়তে পারে। AICPI পরিসংখ্যান অনুযায়ী, DA ৫৬ শতাংশে পৌঁছাতে পারে, যা ১ জানুয়ারী ২০২৫ থেকে কার্যকর হতে পারে। বেতন বৃদ্ধির প্রভাব পকেটে কতটা পড়বে, তা জানুন।

PREV
110

নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য আরেকটি বড় সুখবর আসতে চলেছে। 

210

সরকারি কর্মীরা খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর পাবেন।

310

এআইসিপিআই এর পরিসংখ্যান অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৬ শতাংশে পৌঁছতে পারে। 

410

নভেম্বর এবং ডিসেম্বরের ডেটা অনুসারে নয়া এই মহার্ঘ ভাতা ১ জানুয়ারি ২০২৫ থেকেই কার্যকর হবে বলে মনে করছে একাংশ।

510

এই পরিসংখ্যান অনুসারে ডিএ ৫৫ শতাংশ অতিক্রম করেছে। যদিও নভেম্বর এবং ডিসেম্বরের পরিসংখ্যান এখনও আসেনি। 

610

মনে করা হচ্ছে একসঙ্গেই এই পরিসংখ্যান মিলবে। তবে জানেন বেতনের উপর এই ৫৬ শতাংশ মহার্ঘ ভাতার প্রভাব কতটা পড়বে পকেটে!

710

যদি আপনার বেসিক পে ১৮০০০ হয় এবং ডিএ ৫৩ শতাংশ হলে ৯৫৪০ টাকা এবং ৫৬ শতাংশ এর অর্থ ১০,০৮০ টাকা। 

810

প্রতিমাসে ৫৪০ টাকা। আবার যাদের বেসিক পে ৫৬,১০০ টাকা ৫৩ শতাংশ হলে ২৯,৭৩৩ টাকা এবং ৫৬ শতাংশ এর অর্থ ৩১,৪১৬ টাকা। প্রতিমাসে ১৬৮৩ টাকা।

910

ডিএ এর সুবিধা কী-

মুদ্রাস্ফীতির কারণে কর্মচারীদের সরকারের দেওয়া ক্ষতিপূরণ হল এই ডিএ। 

1010

সেই সঙ্গে এটা সরকারি কর্মচারীদের বেতনের উন্নতিও বটে। তবে আশা করা যাচ্ছে ১ জানুয়ারি থেকে নয়া ডিএ প্রযোজ্য হবে যা মার্চ মাসে ঘোষনা করা হবে।

click me!

Recommended Stories