একলাফে বেতন বাড়বে ৩ গুণ? বেসিক পে হবে প্রায় ৩৫ হাজার! অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট
বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। ঘোষণা করা হতে পারে অষ্টম পে কমিশনের। যদি তা বাস্তবায়িত হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বেড়ে যাবে তিন গুণ!
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মৌলিক বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধেগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ভাবনা চিন্তা করছে।
ন্যুনতম বেতন ধার্য করা হয়েছিল প্রায় ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের হিসেব ধরে এগোলে এবার কর্মীদের বেসিক পে ৩৪ হাজার ৫৬০ টাকা হওয়া উচিৎ।
কিন্তু কর্ম সংগঠনের দাবি, ৫০ হাজার টাকার বেশি। অর্থাৎ, তিনগুণেরও বেশি বেতন বৃদ্ধি করার ব্যাপারে দাবি জানানো হয়েছে।
সরকার এই দাবিকে মান্যতা দেয় কি না, এখন সেটা হবে দেখার বিষয়।