একলাফে বেতন বাড়বে ৩ গুণ? বেসিক পে হবে প্রায় ৩৫ হাজার! অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট

Published : Jan 07, 2025, 02:13 PM IST

বড় খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। ঘোষণা করা হতে পারে অষ্টম পে কমিশনের। যদি তা বাস্তবায়িত হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বেড়ে যাবে তিন গুণ!

PREV
111

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মৌলিক বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধেগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ভাবনা চিন্তা করছে।

211

ন্যুনতম বেতন ধার্য করা হয়েছিল প্রায় ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের হিসেব ধরে এগোলে এবার কর্মীদের বেসিক পে ৩৪ হাজার ৫৬০ টাকা হওয়া উচিৎ।

311

কিন্তু কর্ম সংগঠনের দাবি, ৫০ হাজার টাকার বেশি। অর্থাৎ, তিনগুণেরও বেশি বেতন বৃদ্ধি করার ব্যাপারে দাবি জানানো হয়েছে।

411

সরকার এই দাবিকে মান্যতা দেয় কি না, এখন সেটা হবে দেখার বিষয়।

511

বেতনের সঙ্গেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত বাবদ ভাতা ইত্যাদি।

611

ফলে একটা মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

711

এখন সরকারি কর্মীদের নুন্যতম বেতন বা বেসিক পে ১৭ হাজার ৯৯০ টাকা।

811

চলতি বছরে বাড়তি DA-র সঙ্গে বোনাস, বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

911

এদিকে সরকারের এহেন পদক্ষেপে রীতিমতো লটারি লেগেছে কোটি কোটি সরকারি কর্মীদের।

1011

অষ্টম বেতন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এই ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭ গুণ। তবে অষ্টম বেতন কমিশনে তা বাড়িয়ে ২.৮৬ গুণ করা যেতে পারে।

1111

সত্যি কথা হল, এখনও অষ্টম বেতন কমিশনের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। সরকার পক্ষ ও কর্মী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা জারি রয়েছে।

click me!

Recommended Stories