মার্চে একাধিক ভাতা বন্ধ করে দিতে পারে কেন্দ্র? অনেকটা কমে যাবে বেতন! খারাপ খবর কর্মীদের জন্য

Published : Mar 08, 2025, 01:56 PM ISTUpdated : Mar 08, 2025, 02:35 PM IST

সরকারি কর্মীদের জন্য খুব খারাপ খবর। মার্চেই নাকি একধাক্কায় কমে যেতে পারে সরকারি কর্মীদের বেতন। একাধিক ভাতা নাকি বাতিল করতে পারে কেন্দ্র সরকার! কী হতে চলেছে জানুন।

PREV
114

খুব খারাপ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।

214

মার্চ মাসেই নাকি একসঙ্গে কমতে পারে অনেকটা বেতন!

414

একথা ঠিক যে সরকারি চাকরির (Government Job) একাধিক সুবিধা রয়েছে। এখানে যেমন নির্দিষ্ট বেশ কিছু ছুটি পাওয়া যায়, তেমনই মেলে ডিএ সহ নানান ভাতার সুবিধা।

514

চলতি বছরের শুরুতেই আবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

614

এরপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) বেতন কতখানি বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।

714

অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি নিয়েও চর্চা অব্যাহত। এই আবহে সামনে আসছে বড় খবর!

814

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন। তবে বছরের শুরুতেই তাঁদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে নয়া বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র।

914

যদিও এখনও কমিটি গঠন হয়নি। কমিটি কবে তৈরি হবে, সেখানে কারা থাকবেন এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের শুরুর দিকে কেন্দ্রের কাছে সুপারিশ দেওয়া হতে পারে।

1014

জানা যাচ্ছে, নয়া বেতন কমিশনের অধীন থাকা এই কমিটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন অথবা পেনশন নয়, বরং অন্যান্য নানান সুযোগ সুবিধা নিয়েও সিদ্ধান্ত নিতে পারে।

1114

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরনো কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে নয়া কিছু ভাতা কিংবা সুযোগ সুবিধা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করতে পারে এই কমিটি।

1214

এর আগে সপ্তম বেতন কমিশনের সময়ও বেশ কিছু পুরনো, অপ্রয়োজনীয় সুযোগ সুবিধা, ভাতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (Government Employees)।

1314

সেই সময় কমিশন মোট ১৯৬টি ভাতা নিয়ে পর্যালোচনা করেছিল। এর মধ্যে ১০১টি ভাতা প্রত্যাখ্যান ও ৯৫টি ভাতা অনুমোদিত হয়েছিল।

1414

অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও এমন কিছু হয় কিনা ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

click me!

Recommended Stories