সরকার ফেরত দেবে ১০৪ কোটি, স্বস্তি পেলেন অনিল আম্বানি

Published : Jan 07, 2020, 11:54 AM ISTUpdated : Jan 07, 2020, 11:59 AM IST
সরকার ফেরত দেবে ১০৪ কোটি, স্বস্তি পেলেন  অনিল আম্বানি

সংক্ষিপ্ত

স্বস্তি পেলেন অনিল আম্বানি খারিজ হল কেন্দ্রের আবেদন কেন্দ্র আর কমকে দেবে ১০৪ কোটি নির্দেশ দিল সর্বোচ্চ আদালত  

কিছুটা হলেও স্বস্তি পেলেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল অম্বানি। সুপ্রিম কোর্ট মঙ্গলবার সরকারের করা আবেদন খারিজ করে দিল। রিলায়েন্স কমিউনিকেশনকে ১০৪.৩৪ কোটি ফেরতের বিষয়টিকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন : আমেরিকান দম্পতির ভারতে এসে বিয়ে করার পরিকল্পনায় জল ঢেলেছিল হোটেল, সমাধানে এগিয়ে এলেন খোদ রাষ্ট্রপতি কোবিন্দ

২০১৮ সালের ডিসেম্বরে টেলিকমিউনিকেশন ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল (টিডিএসএটি) কেন্দ্রকে অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপকে ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে এই টাকা দিতে বলেছিল। 

আরও পড়ুন : পাশে আছি জেএনইউ, বার্তা দিয়ে পথে নামল যাদবপুর, পোড়ানো হল বিজেপির পতাকা

সরকারের করা আবেদনের কোনও সারবত্তা নেই বলে এদিন জানিয়েদেন বিচারপতি আরএফ নরিম্যান এবং এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ। 

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ টিডিএসএটি-র নির্দেশই বহাল রেখেছে। ।যার ফলে ৯০৮ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে প্রায় ১০৪ কোটি টাকা আর কমকে দিতে হবে কেন্দ্রের। 
 

PREV
click me!

Recommended Stories

'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি
Mamata Banerjee : কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার, পাল্টা আক্রমণে বিজেপির ভাবনা বোহরা