পাশে আছি জেএনইউ, বার্তা দিয়ে পথে নামল যাদবপুর, পোড়ানো হল বিজেপির পতাকা


জেএনইউ পড়ুয়াদের ওপরে হামলার প্রতিবাদে রবিবারের মত সোমবারও পথে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন বিশ্ববিবদ্যালয় তত্বরে প্রতিবাদ মিছিল বের করেন পড়ুয়ারা।  বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আগুন লাগিয়ে দেন বিজেপির পতাকায়। চলতে থাকে কেন্দ্র বিরোধী স্লোগানও।

Share this Video

জেএনইউ পড়ুয়াদের ওপরে হামলার প্রতিবাদে রবিবারের মত সোমবারও পথে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন বিশ্ববিবদ্যালয় তত্বরে প্রতিবাদ মিছিল বের করেন পড়ুয়ারা। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আগুন লাগিয়ে দেন বিজেপির পতাকায়। চলতে থাকে কেন্দ্র বিরোধী স্লোগানও।

সোমবার বাঘাযতীন মোড় থেকে এনআরসির সমর্থনে মিছিল বার করেছিল বিজেপি। অন্যদিকে ৮ তারিখ বনধের সমর্থনে মিছিল করে বামেরা। আর অন্যদিকে যাদবপুরের পড়ুয়াদের মিছিল। তিনটি মিছিলই মুখোমুখি হয়ে যায় সুলেখা মোড়ে। তারপরেই বাধে অশান্তি। শুরু হয় বচলা, ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

Related Video