রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত লেগেই থাকে। এবার দিল্লিতে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধানখড়। বৈঠকের পর তাঁর টুইট, 'রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সাতমাস ধরে যা দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।'
আরও পড়ুন: দিল্লির হিংসা নিয়ে সংসদে আলোচনা ১১ মার্চ, জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
শিয়রে পুরভোট। রবিবার সিএএ-র সমর্থনে জনসভা করতে একদিনের সফরে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহিদ মিনারে জনসভায় বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন তিনি, পুজো দেন কালীঘাট মন্দিরে। শুধু তাই নয়, রাজ্যপাল জগদীপ ধানখড়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তলব পেয়ে রাজ্যপাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দু'জনের মধ্যে বৈঠক চলে প্রায় আধঘণ্টা। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় বিভিন্ন ভোটে হিংসার কথা উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক্ষেপ করার আর্জি জানিয়ে এসেছেন রাজ্যপাল। এমনকী, শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি।
এদিকে পুরভোটের রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে? জল্পনা তুঙ্গে। এমনিতে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছ থেকেই রিপোর্ট নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু এক্ষেত্রে তাঁর রিপোর্টে রাজ্য সম্পর্কে নেতিবাচক ছবিই উঠে এসেছে বলে মনে করছেন অনেকেই।