১৯ শতাংশ বাড়ছে সরকারি কর্মীদের আয়! দুর্দান্ত ঘোষণা, লাভবান হবেন লক্ষ লক্ষ কর্মচারী

বছরের শুরু থেকেই একাধিক খুশির খবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে ডিএ সহ একাধিক ভাতা। এবার ফের খুশির খবর পেলেন সরকারি কর্মীরা।

Parna Sengupta | Published : Aug 27, 2024 6:02 AM IST
113

বর্তমানে ৫০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসে ফের একবার বাড়বে সেই মহার্ঘ ভাতা।

213

এরই মাঝে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য একেবারে নয়া পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যার মাধ্যমে মিলতে পারে বিশেষ সুবিধা।

313

কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে ১৯ শতাংশ আয় পেতে পারেন সরকারি কর্মীরা। জানেন কীভাবে?

413

বহুদিন ধরেই বিদ্যমান পেনশন স্কিমের পরিবর্তনের দাবি তুলে আসছেন সরকারি কর্মচারীরা। সামনেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে রয়েছে বিধানসভা নির্বাচনও রয়েছে।

513

এই আবহে ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন (Pension) স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

613

গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই Unified Pension Scheme এর ঘোষণা করে কেন্দ্র। এই নতুন পেনশন প্রকল্পে ১) নিশ্চিত পেনশন ২) নিশ্চিত পারিবারিক পেনশন ৩) নিশ্চিত ন্যূনতম পেনশন এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে।

713

যে সকল সরকারি কর্মচারী এপ্রিল ২০০৪ সালের পর থেকে চাকরি শুরু করেছিলেন তারা এই নতুন পেনশন ব্যবস্থার সুবিধা পেতে পারেন।

813

কেন্দ্রীয় সরকারের মতে, যে সমস্ত সরকারি কর্মচারীরা ইউপিএস সুবিধা নেবেন তারা এই নতুন প্রকল্প থেকে অনেক উপকৃত হবেন। প্রথমত এই নতুন প্রকল্পে পেনশন তহবিলে সরকারের অবদান বেড়ে দাঁড়াবে ১৮.৫ শতাংশ।

913

বর্তমানে তার পরিমাণ রয়েছে ১৪ শতাংশ। টাইমস অফ ইন্ডিয়া সমীক্ষা অনুসারে এর ফলে সরকারি কর্মচারীদের বেতনে প্রভাব পড়বে। আয় সরাসরি ১৯ শতাংশ বাড়বে।

1013

তবে যেসকল কর্মচারীর মাসিক বেতন ৫০০০০ টাকা, তারাই এর সুবিধা নিতে পারবেন। সরকারি কর্মচারীরা এই প্রকল্প থেকে তাদের বার্ষিক বেতন বৃদ্ধিতে ৩ শতাংশ বৃদ্ধি দেখতে পাচ্ছেন।

1113

যার মানে হচ্ছে এটি ৪ শতাংশ CAGR-এর একটি চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে পৌঁছাতে পারে। নতুন পেনশন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবেন।

1213

পাশাপাশি Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন।

1313

এই নয়া স্কিমের আওতায় ন্যূনতম ১০ বছর চাকরি করলে অ্যাসিরওড মিনিমাম পেনশন (Assured Minimum Pension) অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন। যা সরকারি কর্মীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন প্রকল্প বলবৎ হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos