DA বাড়তে পারে সরকারি কর্মচারীদের, এক ধাক্কায় ১৮% বৃদ্ধির সুযোগ! ভাবনাচিন্তা শুরু রাজ্যের

Published : Oct 02, 2024, 10:45 AM IST

বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের DA, পুজোর আগেই এই দিন হতে পারে বড় ঘোষণা। কথা থাকলেও সেপ্টেম্বরে বাড়েনি ডিএ। তবে অক্টোবরে কনফার্ম খবর। ১৮ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে সরকারি কর্মচারীদের!

PREV
112

১৮ শতাংশ ডিএ বাড়বে! এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার।

212

মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। এর কারণ হল, ১৮ শতাংশ ডিএ বাড়তে পারে তাঁদের।

312

কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে তাঁদের প্রাপ্ত DA র হার অনেকটাই কম।

412

এই নিয়ে কর্মীদের মধ্যে তুমুল অসন্তোষও আছে। আর সেই আবহে বড় খবর সামনে এল।

512

জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হল। তবে একলপ্তে ১৮ শতাংশ ডিএ বাড়ানো হবে না।

612

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে নয়া অর্থবর্ষের বাজেট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

712

আর সেটার অঙ্গ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

812

উৎসবের আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। চার শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও।

912

একাধিক রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজো বা দীপাবলির আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন বা চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে।

1012

২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে ৬৪ শতাংশে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

1112

অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়িয়ে ৬৪ শতাংশ করা হতে পারে।

1212

যদি সত্যিই এটা হয়, তবে দারুন খবর হবে সেরাজ্যের সরকারি কর্মীদের জন্য।

click me!

Recommended Stories