Published : Jun 11, 2025, 04:35 PM ISTUpdated : Jun 11, 2025, 04:37 PM IST
বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে, অন্যান্য রাজ্যেও একই ধরণের প্রকল্প চালু হয়েছে। মহিলাদের মাসিক ভাতা ১২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।
তবে গত বছর এই ভাতা বাড়ানো হয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আবহে ফের একবার সরকার ভাতা বাড়াতে পারে বলে অনুমান করছেন অনেকে।
510
এমনকী শোনা যাচ্ছে ১৫০০ টাকা করে এবার থেকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ।
610
এই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে কেন্দ্র থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্য, মহিলাদের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে সরকার। সম্প্রতি এমনই একটি স্কিমের ভাতা বাড়িয়েছে রাজ্য।
710
এবার থেকে আর ১০০০ টাকা নয় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি ৩০০০ টাকা। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
810
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা দিয়ে থাকে নানান রাজ্যের সরকার। এমনই একটি স্কিম হল মধ্যপ্রদেশ সরকারের লাডলি বহেনা যোজনা।
910
এতদিন এর অধীন সেই রাজ্যের মহিলাদের মাসিক ১২৫০ টাকা করে দেওয়া হতো। তবে এবার তা একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হল। গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের পিপাওয়ার্লা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।
1010
সে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের আশ্বস্ত করে বলেছিলেন, এই প্রকল্প (Ladli Behna Yojana) কিছুতেই বন্ধ হবে ন। সেই সঙ্গেই জানান, এবার থেকে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।