Viral Video: ছবি তুলতে গিয়ে বরের কোলেই পড়ে গেলেন তাঁর বন্ধু, মুচকি হাসি কনের

বন্ধুর বিয়েতে গিয়ে রীতিমতো অঘটন ঘটিয়ে ফেললেন এক যুবক। বিষয়টা খুবই সিরিয়াস হলেও এই ভিডিও দেখার পর হেসে কুটোপাটি খাচ্ছেন অনেকেই। বরের বন্ধু, বরের পাশে বসে পোজ দিতে গিয়ে টালসামলাতে না পেরে সোজা পড়ে যান বরের কোলেই। 

বিয়ে (Marriage) বাড়ি মানেই এখন আনন্দ, ঠাট্টা। একটা বড় উৎসব যেন। কয়েকটা দিন পরিবারের সদস্যদের একসঙ্গে মিলিত হওয়া। আর সেই অনুষ্ঠানে অনেক সময়ই কিছু না কিছু মজার মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে যায়। মুঠোফোনের যুগে এরপর সঙ্গে সঙ্গে তা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর কে দেখে! মজার সেই ভিডিও মুহূর্তে ভাইরাল। তেমনই একটি বিয়েবাড়ির মজার ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।   
 
বঙ্গে তেমনভাবে না পড়েও অন্য রাজ্যে শীত (Winter) বেশ ভালোই পড়েছে। আর শীতকাল মানেই বিয়ের মরশুম। এই সময় সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঁকি মারলেই দেখা যাবে একের পর এক বিয়ের ছবি। আর এই বিয়ের (Wedding) মরশুমে এক একটা এমনই সব মজাদার ভিডিও আসে, যে ভাইরাল (Viral Video) হতে এক ফোঁটাও সময় লাগে না। সম্প্রতি বিয়ের একটি মজার ভিডিও নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। বন্ধুর বিয়েতে গিয়ে রীতিমতো অঘটন ঘটিয়ে ফেললেন এক যুবক। বিষয়টা খুবই সিরিয়াস হলেও এই ভিডিও দেখার পর হেসে কুটোপাটি খাচ্ছেন অনেকেই। বরের বন্ধু, বরের পাশে বসে পোজ দিতে গিয়ে টালসামলাতে না পেরে সোজা পড়ে যান বরের কোলেই। 

ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিয়ওতে দেখা গিয়েছে, বর ও কনে দু'জনে স্টেজে বসে আছেন। আর সেই স্টেজেই রয়েছেন তাঁদের দু'জন বন্ধুও। তাঁরা সদ্য বিবাহিত যুগলকে লক্ষ্য করে টাকা ওড়াচ্ছেন। টাকা ওড়ানো শেষ হতেই বরের পাশে গিয়ে বসে পোজ দিতে যান এক যুবক। আর ঠিক সেই সময়তেই ঘটে যায় অঘটন। টাল সামলাতে না পেরে সোজা সদ্য বিবাহিত বন্ধুর কোলে গিয়ে পড়েন তিনি। পড়ে যাওয়ার পর তাঁরা দু'জনেই হকচকিয়ে গিয়েছিলেন। বুঝতে পারছিলেন না যে ঘটনাটি ঠিক কী ঘটেছে।  

Latest Videos

আরও পড়ুন- স্কুলে চুরি হয়েছে পেনসিল, অভিযোগ জানাতে সোজা থানায় ছুটল খুদে

আরও পড়ুন- ভারী লেহেঙ্গায় নয়, বরং রাত-পোশাকেই সাতপাক ঘুরতে চান কনে

অবশ্য তাঁরা বুঝতে না পারলেও সেখানে উপস্থিত বাকিরা তখন এই ঘটনা দেখার পর আর নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। সকলেই তখন হাসছেন। স্টেজে আরও গুটিকয়েক লোকজন ছিলেন তাঁদেরও হাসতে দেখা দিয়েছে। এমনকী, বরের বন্ধুর এই কীর্তি দেখে হাসি চেপে রাখতে পারেননি নব বধূও। ফিক ফিক করে তিনিও হেসে ফেলেন। কিন্তু, বিষয়টিতে একেবারেই আনন্দ পাননি বরবাবাজি। চোটে লাল হয়ে যান তিনি। বন্ধুকে ওই জায়গা থেকেই বেরিয়ে যেতে বলেন। 

আরও পড়ুন- বিয়ের অনুষ্ঠান চলাকালীনই ঢুলছেন কনে, ভাইরাল ভিডিও

দিব্যা শর্মা নামের এক ইউজার এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ইতিমধ্যেই সেই ভিডিও প্রায় ১ লক্ষ ৫৩ হাজার লাইক পেয়ে গিয়েছে। প্রচুর মানুষ মজাদার এই ভিডিও দেখে কমেন্টও করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, বন্ধুটি নিশ্চয়ই মদ্যপ অবস্থায় ছিলেন। কেউ আবার বরের এমন বাজে ব্যবহারে রেগে গিয়েছেন। তবে কমেন্ট সেকশন ভরে গিয়েছে হাসির ইমোজিতে। 

Share this article
click me!

Latest Videos

'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
Narendra Modi : মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন