লাল ফৌজের বিরুদ্ধে একাধিকবার বীরত্বের সঙ্গে লাদাখে রুখে দাঁড়িয়েছেন ভারতীয় বাহিনীর জওয়ানরা। এবার বীরত্বের নজির গড়লেন ভারতের সাধারণ মেষপালকরাও।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC, ভারতের উত্তরের এই সীমারেখা বরাবরই আন্তর্জাতিক কূটনীতিতে একটা বিরাট সমস্যার কেন্দ্রবিন্দু। কারণ, এই সীমারেখা বরাবরই বারবার নিজের ক্ষমতা কায়েম করতে চায় ভারতের প্রতিবেশী দেশ, চিন (China) । শি জিংপিং (Xi Jinping) দ্বারা শাসিত এই দেশের সেনারা বহুবার অনৈতিকভাবে এই এলাকায় যেমন ঘাঁটি স্থাপন করেছে, তেমনই নিয়ম-বিরুদ্ধভাবে নিজেদের অধিকারও স্থাপন করতে চেয়েছে লাদাখ অঞ্চলে। কিন্তু, ততবারই ভারতীয়দের বীরত্বের নজির দেখিয়ে এসেছেন ভারতের সেনাবাহিনীর জওয়ানরা। তবে, এবার সেনারা নন, চিন বাহিনীর বিরুদ্ধে দুর্দম সাহস দেখালেন ভারতের অতি সাধারণ মেষপালকরা।
-
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিন সেনার অহেতুক অধিকার কায়েম করার ভিডিও। ভারতের লাদাখ সীমানার অন্দরে ভারতেরই মেষ পালকদের মেষ চড়াতে বাধা দিচ্ছিল লাল ফৌজ। সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ালেন লাদাখের হতদরিদ্র অস্ত্রবিহীন মেষ পালকরা। সেই ভিডিও শিহরণ জাগিয়েছে সমগ্র ভারতবাসীর মনে। একই সঙ্গে হৃদয় জয় করে নিয়েছে গোটা পৃথিবীর।
-
পূর্ব লাদাখে বসবাসকারী যাযাবর জাতির মানুষ, মেষ পালনই যাঁদের দৈনন্দিন রুজিরুটি, সেই মানুষরা বিগত তিন বছর ধরে LAC-র ভারত-চিন সীমানার দ্বন্দ্বের মাঝে ভুক্তভোগী। কারণ, এখানে বেশ কয়েকটি এলাকায় অনৈতিকভাবে পশু চড়ানো ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে জিনপিং-এর সেনারা। কিন্তু, এই এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে পশুচারণ করিয়ে আসছেন যাযাবর গোষ্ঠীর মানুষরা। ৩ বছরের দাবিয়ে রাখা তাঁরা আর সহ্য করতে চান না। ফলে, এবার নিজেরাই নিজেদের পশু চারণের অধিকার নিশ্চিত করলেন । এবারও তাঁদের দাবিয়ে দিতে এগিয়ে এসেছিল সশস্ত্র পিএলএ সৈন্যরা। কিন্তু, ভারতীয় মানুষদের দাপটের সামনে নত হতে হল চিনের সৈনিকদের।