'Only' on Cheque: ব্যাঙ্কের টাকা দেওয়ার সময় চেক-এর ওপর 'ওনলি' লেখা জরুরি কেন? জেনে নিন কারণ

টাকার যে কোনও পরিমাণের ক্ষেত্রেই ‘Only’ শব্দটি লিখতে হয়। এটি লেখা বাধ্যতামূলক কেন?

নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়ার জন্য অনেকে চেকে টাকার অঙ্ক লিখে সই করে দেন। সেই লেখার ক্ষেত্রে সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে । এরকম ভুলের কারণে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই ফাঁকা হয়ে যেতে পারে। এইজন্য চেক লেখার সময় বেশ কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হয়।

 

চেক লেখার নিয়ম গুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো টাকার অংকের শেষে Only শব্দটি যুক্ত করা। তবে এই শব্দটি কেন যুক্ত করতে হয় তা হয়তো অনেকেরই অজানা। নেহাত লিখতে হয় বা লেখা নিয়ম – এই ভেবেই অনেকে অনলি শব্দটি লেখেন চেকের টাকার অংকের পাশে।

টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয় ( in words ), তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণ লেখার শেষে, "মাত্র" লেখার রেওয়াজ।

Latest Videos

সাধারণত,  ব্যাংক বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে, এটি একটি আর্থিক নিরাপত্তামূলক ব্যবস্থা।

টাকার পরিমাণ শুধু পঞ্চাশ হাজার লিখলে, তার পেছনে, আরো টাকার পরিমাণ যোগ করার সুবিধে থাকে। পঞ্চাশ হাজারের পেছনে, লিখে দেওয়া যেতে পারে, নয়শো নিরানব্বই, বা পঞ্চাশ লাখের পেছনে লিখে দেওয়া যেতে পারে, নিরানব্বই হাজার নয়শো। কিনতু, পঞ্চাশ হাজারের পেছনে মাত্র লিখলে, তার পেছনে আরো টাকার পরিমাণ লিখলে, এ নিয়ে প্রশ্ন উঠবে যে "মাত্র" লেখার পরে আবার টাকার পরিমাণ আসবে কেন ?

কেউ টাকার পরিমাণ, পঞ্চাশ লিখলে এবং শেষে মাত্র না লিখলে, পঞ্চাশ শব্দটির পিছনে, হাজার বা লক্ষ বা কোটি শব্দগুলি যোগ করার সুবিধে থাকছে।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অসদুপায় অবলম্বনের চেষ্টাকে প্রতিহত করতেই এ ব্যবস্থা এবং টাকার যে কোনও পরিমাণের ক্ষেত্রেই, পরিমাণ শব্দের সাহায্যে লেখার পর, "মাত্র" প্রযোজ্য।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)