বেজেছে নির্বাচনী দামামা, ৫ রাজ্যের ভোটের ফল বেরোলেই চলতি সপ্তাহেই গুজরাত সফরে মোদী

চলতি বছরের শেষেই রয়েছে গুজরাত বিধানসভা নির্বাচন। তাঁর আগে ১০ মার্চ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরেই মোদীর এই সফরকে ঘিরে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
 


মিটেছে নির্বাচনী পর্ব। বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী বিজেপিরই। কিন্তু আশা-আশঙ্কার দোলাচলের মাঝে আগামীকালই বের হচ্ছে ৫ রাজ্যের নির্বাচনী ফলাফল। এদিকে ভোটের ফল বেরোনোর পরেই নিজ ভূম গুজরাতে দুদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পাওয়া আপডেট অনুসারে শুক্রবার আহমেদাবাদে একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। এদিকে ১০ মার্চ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরেই মোদীর এই সফরকে ঘিরে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তার নিজ রাজ্য সফরের কথা রয়েছে।
১১ ও ১২ মার্চ গুজরাতে তাঁর দুদিনের সফরের অংশ হিসাবে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের এক লাখেরও বেশি নির্বাচিত প্রতিনিধিদের সমাবেশে ভাষণ দেবেন। গুজরাতের এক বিজেপি নেতা সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের শেষ দিকেই গুজরাতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই কথা মাথায় রেখেই একবিন্দু সময় নষ্ট করতে রাজি নয় গেরুয়া শিবির। আর তাই তড়িঘড়ি শুরু হয়ে যাচ্ছে প্রচারাভিযান। তাঁর দুই দিনের সফরে, প্রধানমন্ত্রী আহমেদাবাদে একটি খেল মহাকুম্ভেরও উদ্বোধন করবেন বলেও জানা যাচ্ছে। এদিকে গুজরাট সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে খেলা মহাকুম্ভকে একটি ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এই মহাকুম্ভের অধীনে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামীতে। পাশাপাশি দুদিনের সফরেই প্রধান অতিথি হিসেবে গান্ধীনগর জেলার জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দেবেন তিনি। 

রাস্তা আটকানো থাকেনা। এভাবে নিজেকে উঁচুতে থাকব এটা হয়না। যদি ভুল হয়ে থাকে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।”

Latest Videos

আরও পড়ুন- ‘নিজেদের সীমারেখা বুঝুন’, নজরুল মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- যুদ্ধ আবহে তরনী মোহনের লোক সঙ্গীতেই শান্তির বার্তা, নতুন গান নিয়ে জোর চর্চা সঙ্গীত মহলে

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে অসামান্য অবদান এই ২৯ মহীয়সীর, নারী দিবসেই নারী শক্তি পুরষ্কার রাষ্ট্রপতির

এদিন মোদীর সফর প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির গুজরাট ইউনিটের প্রধান সিআর পাটিল সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ মার্চ সকালে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি কমলম (গান্ধীনগরে রাজ্য বিজেপির সদর দফতর) পর্যন্ত একটি রোড শো-তে থাকবেন। পথে চার লাখ মানুষ তাকে স্বাগত জানাবে।” একইসঙ্গে তিনি এও জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও, বিজেপি কর্মী এবং মোদীর শুভাকাঙ্ক্ষীরা রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত স্থানে হাজির থেকে তাঁকে স্বাগত জানাবেন। এরপর কমলমে বিজেপির একাদিক সাংসদ, বিধায়ক, পদাধিকারী এবং রাজ্য কার্যনির্বাহী সদস্যদের সাথে একটা ছোট বৈঠক করবেন মোদী। 

আরও পড়ুন- বেসরকারি কলেজেও সরকারির খরচ, ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury