সেতু ভেঙে পড়তেই গুজরাট মডেলকে 'ধিক্কার' নেটিজেনদের, প্রশ্নের মুখে মোদীর রাজ্যের উন্নয়ন

এবার প্রধানমন্ত্রীর সাধের 'গুজরাট মডেল' নিয়ে প্রশ্ন তুলল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'গুজরাট মডেল'। উদ্বোধনের তিন দিনের মাথায় সেতু ভেঙে পড়ায় প্রশ্নের মুখে গুজরাট সরকারের উন্নয়নও।

 

রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ জন পর্যটক-সহ গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। ঘটনায় সলিল সমাধি কমপক্ষে ৯০ জনের। নিখোঁজ শতাধিক। ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। উল্লেখ্য,মেরামতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের মাত্র তিনদিনের মাথায়ই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

গোটা ঘটনায় এবার প্রধানমন্ত্রীর সাধের 'গুজরাট মডেল' নিয়ে প্রশ্ন তুলল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'গুজরাট মডেল'। উদ্বোধনের তিন দিনের মাথায় সেতু ভেঙে পড়ায় প্রশ্নের মুখে গুজরাট সরকারের উন্নয়নও।

Latest Videos

রবিবার গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার পরই কেন্দ্রের 'গুজরাট মডেল'-এর নিন্দায় সরব হয়েছে নেটপাড়া। প্রসঙ্গত কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাটের ভালসাদের অনুতের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গবাদি পশুকে। যার কারণে ইঞ্জিনের সামনের দিকটি বেশ ক্ষতিগ্রস্তও হয়েছিল। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের দুর্ঘটনা গুজরাটে। সেতু ভেঙে মৃত্যু হল প্রায় ৯০ জনের। পরপর প্রধানমন্ত্রীর গড়ে বিপর্যয়ের জেরে অভিযোগের আঙুল উঠছে গুজরাট সরকারের দিকে। প্রশ্নাতীত নয় মোদী সরকারের উন্নয়নও।

সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে একের ব্রিজ বিপর্যয়ের ছবি। এই ঘটনার সঙ্গে অনেকে সম্প্রতি ঘটে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের দুর্ঘটনার প্রসঙ্গ টেনে গুজরাট মডেলের 'আসল চেহারা' নিয়েও প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের একাংশের মতে, 'দুঃখজনক হলেও এটাই গুজরাট মডেলের সত্যাতা।' অনেকে আবার এই দুর্ঘটনাকেই মোদীর সাধের গুজরাট মডেলের 'সত্যাতা' বলে দাগিয়ে দিয়েছেন। এমনকী 'গুজরাট মডেল শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে' বলেও দাবি করছে নেটিজেনদের একাংশ।

 

 

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন - 

গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, আহত শতাধিক, চলছে উদ্ধারকাজ

মরবির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তার আশ্বাস দিলেন মোদী

গুজরাটে ব্রিজ বিপর্যয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, নিহতদের পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী

 

Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়