গুজরাট বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপ বনাম বিজেপির লড়াই জমে উঠেছে। এবার কেজরিওয়ালকে আক্রমণ করে বিজেপির নতুন ভিডিও পোস্ট করল টুইটারে।
গুজরাট নির্বাচন নিয়ে আপ আর বিজেপির মধ্যে বিরোধী ক্রমশই সুর চড়াচ্ছে। মধ্যে প্রায় গায়েব হয়ে গেছে কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়াল রীতিমত সর্বশক্তি প্রয়োগ করছে গুজরাট নির্বাচনে। আর তাতেই বিজেপিও কেজরিওয়ালের বিরুদ্ধে সুর ক্রমশই চড়াচ্ছে। সম্প্রতি কেজরিওয়াল ভারতীয় টাকায় লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর দাবি করেছিলেন। এই অবস্থায় বিজেপি কেজরিওয়াল ও তাঁর দলের নেতাদের পুরনো কিছু মন্তব্য দিয়ে একটি ছোট্ট ভিডিও বানিয়ে টুইট করেছে। আর কেজরিওয়ালদের হিন্দুত্ব বিরোধী মন্তব্য বলেও দাবি করেছে।
গুজরাট নির্বাচনের আগে নিজেকে হিন্দুবাদী প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছেন। একাধিকবার তিনি নোট প্রসঙ্গ উত্থাপন করে লক্ষ্মী গণেশের ছবি ছাপানোর কথা বলেছেন। পাশাপাশি মন্দির নিয়েও একাধিক কথা বলছেন। এই অবস্থায় বিজেপি টুইটারে একটি কার্টুনের ভিডিও প্রকাশ করেছে। যেখানে কেজরিওয়াল ও তাঁর দলের নেতাদের হিন্দুত্ববিরোধী কণ্ঠই জোরালো হচ্ছে। মন্দির বিতর্ক থেকে জওহাললাল নেহেরু প্রসঙ্গ সবেতেই তিনি নিজের মত করে বার্তা দিয়েছেন। যেখানে ভারতের উন্নয়নের কথা বললেও মন্দির বা মসজিদের কথা বলা হয়নি। পাশাপাশি ঐক্যবদ্ধ ভারতের কথাও তিনি বলেছেন। যাইহোক কেরজিওয়ালের সেইসব মন্তব্যই বর্তমানে বিজেপির হাতিয়ার। সেগুলিকেই বিজেপি হিন্দুত্ব বিরোধী মন্তব্য বলে ব্যবহার করছে। আপনিও দেখুন সেই ভিডিওটি।ক্যাপশনে লেখা হয়েছে 'এটা আপের ভূত, আপকেই তাড়া করছে।'
বিজেপি সমালোচনা করছে যে কেজরিওয়াল তঁর দলের ওপর থেকে হিন্দুত্ববিরোধী মনোভাবের স্ট্যাম্প মুছে ফেলার চেষ্টা করছে। বিজেপির দাবি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে কেজরিওয়াল এজাতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি কেজরিওয়ালের দিল্লি দুষণ রোধের বিষয়টিকেও টেনে এনেছে বিজেপি। বলেছেন কেজরিওয়াল যদি এতটি হিন্দুত্ববাদী হয়ে থাকে তাহলে তিনি কিছুতেই দিওয়ালিতে আতশবাজী পুড়ানো বন্ধ করতে না।
সোমবার উপনির্বাচনে আদমপুর কেন্দ্রে হার নিয়েও বিজেপি নিশানা করেছিল কেজরিওয়ালকে। কিন্তু এই আসন ঘিরে কেজরিওয়াল অনেক স্বপ্ন দেখেছিলেন। একটি সার্ভেতে বলা হয়েছিল আদমপুর থেকে আম আদমি পার্টি ৬৮ শতাংশ ভোট পাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। যা নিয়ে রীতিমত কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। অঙ্কুর সিং নামে এক টুইটার ব্যবহারকারী আরবিন্দ কেজরিওয়ালের পুরনো টুইট তুলে ধরে কেজরিওয়ালকে 'ফেকরিওয়াল' বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি গুজরাট নিয়ে কেজরিওয়াল যে দাবি করেছেন গুজরাট নিয়ে যে দাবি করছেন তাও ভুয়ো বলেও জানিয়েছেন তিনি। কারণ কেজরিওয়াল গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হবে বা দ্বিতীয় স্থানে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। গুজরাটে তিনি ৮৭টিরও বেশি আসন পাবেন বলেও টুইট করেছেন। সেই টুইটগুলিকেই হাতিয়ার করে কেজরিওয়ালের নিন্দা করেছেন অঙ্কুর সিং। কেজরিওয়াল যে সার্ভে এজেন্সিকেও ভুয়ো বলেছেন।