কেন কমিয়ে দেখানো হয়েছে কোভিড-মৃত্যু, টিকার ঘাটতিই বা কতটা - কী জানালেন মনসুখ

Published : Jul 20, 2021, 06:54 PM ISTUpdated : Jul 20, 2021, 06:59 PM IST
কেন কমিয়ে দেখানো হয়েছে কোভিড-মৃত্যু, টিকার ঘাটতিই বা কতটা - কী জানালেন মনসুখ

সংক্ষিপ্ত

কেন কমিয়ে দেখানো হয়েছিল কোভিড-মৃত্যুর সংখ্যা, টিকার ঘাটতিই বা আছে কতটা? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যসভায় প্রথমদিনই কড়া বিরোধীদের প্রশ্নের জবাবে সপাটে জবাব দিলেন মনসুখ মান্ডব্য।

মধ্য়প্রদেশে দিন কয়েক আগে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর ঘটনা ধরা পড়েছিল। এই নিয়ে সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সাফ জানালেন, 'কেন্দ্র, রাজ্য সরকারগুলির পাঠানো তথ্য সংকলন ও প্রকাশ করে। আমাদের কাজ তথ্য প্রকাশ করা আর কিছু নয়। আমরা কাউকে মৃত্যুর সংখ্যা বা ইতিবাচক রোগীর সংখ্যা কমিয়ে দেখাতে বলিনি। এর কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী একই কথা বলেছিলেন।'  

তিনি আরও বলেন, করোনার তৃতীয় তরঙ্গকে আটকাতে গেলে, দেশের ১৩০ কোটি মানুষ - সাধারণ মানুষ, সমস্ত রাজ্য সরকারকে মিলে একটি সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তৃতীয় তরঙ্গকে আমাদের দেশে আঘাত করতে দেব না। আমাদের সেই সংকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনাই আমাদের তৃতীয় তরঙ্গের হাত থেকে বাঁচাতে পারে।

আরও পড়ুন - '২০২৪-এ দিল্লিতে হবে মমতা সরকার', একুশে বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল - ফাঁস করলেন মদন

আরও পড়ুন - পেগাসাস - কেন্দ্রীয় আইটি মন্ত্রীর নামে ভুয়ো খবর, কাঠগড়ায় এনডিটিভি

আরও পড়ুন - 'হজম করতে পারছে না কংগ্রেস' - চাপের মুখে প্রতিআক্রমণকেই রক্ষণের কৌশল বাছলেন মোদী

ভ্যাকসিনের আকালের অভিযোগও উড়িয়ে দিয়েছেন মনসুখ মান্ডব্য। রাজ্যসভাকে তিনি জানিয়েছেন, কেন্দ্র বর্তমানে প্রতি মাসে ১১ থেকে ১২ কোটি করে কোভিশিল্ড ডোজ সংগ্রহ করছে। তিনি জানান, মোদী সরকার সবসময়ই বলেছে, এই সঙ্কট নিয়ে রাজনীতি করবে না। এই সংকট নিয়ে রাজনীতি করা উচিত নয়। সেই নীতি মেনে একসঙ্গে কাজ করার এবং সরকারি নীতিগুলি বাস্তবায়নের বিষয়ে কখনই কোনও রাজ্যের দিকে আঙুল তোলেনি। এরপরই তিনি বলেন, 'আমি রাজনীতি করতে চাই না, তবে অনেক রাজ্যে যাদের কাছে ভ্যাকসিনের ১০ থেকে ১৫ লক্ষ ডোজ পড়ে রয়েছে, আমার কাছে সব তথ্য আছে।'

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত