৯ রাজ্য পার করে হিমাচলে রাহুল গান্ধী, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পুরণ

হিমাচল প্রদেশের কংগ্রেসে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর সঙ্গে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনপ্রতিনিধিরা। ১০০ দিন পার করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।

দেখতে দেখতে রাহুল গান্ধীর নেতৃত্বে ১০০ দিন পার করে গেল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। যাত্রা পৌঁছেছে সদ্যো ক্ষমতায় আসা হিমাচল প্রদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ও রাজ্য কংগ্রেসের প্রধান প্রতিভা সিং শুক্রবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন। রাজ্য কংগ্রেসের প্রধান প্রতিভা সিং-এর ছেলে বিক্রমাদিত্য সিং এআইসিসির নেতা রাজীব শুক্লা নবনির্বাচিত বিধায়করাও যোগ দিয়েছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়।

শুক্রবার সকালে যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী, রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট, ভেনুগোপাল। তারপরই হিমাচল কংগ্রেসের নেতারা এই যাত্রায় যোগদান করেন। কংগ্রেস নেতা কে ভেনুগোপাল বলেন, ভারত জোড়ো যাত্রায় সাফল্যের কারণ হল এই কর্মসূচির মাধ্যমে দেশের সাধারণ মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন রাহুল গান্ধীর ভাবমূর্ত নষ্ট করার জন্য বিজেপি একাধিক প্রয়াস করছে। কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়নি। তিনি আরও বলেন এই যাত্রায় বিষয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে কংগ্রেস নতুনভাবে প্রচার শুরু করবে।

Latest Videos

কন্যাকুমারিকা থেকে গত ৭ সেপ্টেম্বর কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করেছিল। তামিলনাড়ু, কেরল, কর্নাটক, তেলাঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান অতিক্রমণ করে এই যাত্রা বর্তমানে রয়েছে হিমাচল প্রদেশে। কংগ্রেসের যাত্রায় নেতৃত্বে রাহুল গান্ধী। তিনি ২৮০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। রাহুল গান্ধী তাঁর সমর্থক, অনুগামীদের পাশাপাশি বিরোধীদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন।

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আগামী ২৪ ডিসেম্বর দিল্লিতে পৌঁছাবে। তারপর টানা ৮ দিনের বিরতি থাকবে। তারপরই উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে যাবে। ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিল জা ভাট, রিয়া সেন, সুশান্ত সিং, স্বরা ভাস্কর, রাশমি দেশাই, আকাঙ্ক্ষা পুরী এবং অমল পালেকারের মতো চলচ্চিত্র এবং টিভি সেলিব্রিটি সহ সমাজের বিভিন্ন অংশের অংশগ্রহণ দেখেছে। টিনসেল টাউনের সেলিব্রিটি, লেখক, প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এল রামদাস সহ সামরিক প্রবীণদের অংশগ্রহণের পাশাপাশি, শিবসেনার আদিত্য ঠাকরে এবং এনসিপির সুপ্রিয়া সুলে এবং প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজনের মতো বিরোধী নেতারাও বিভিন্ন পয়েন্টে পদযাত্রায় যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ

রবিবার প্রথম ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলবেন সুবিধেভোগীদের সঙ্গে

চিনের Dongfeng-41 এর মোকাবিলায় প্রস্তুত ভারতের Agni V, জানুন ব্যালিস্টিক মিসাইলের কার্যকারিতা

'গোটা বিশ্ব দেখছে পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর', হিনা রব্বানির মন্তব্যের উত্তরে কড়া প্রতিক্রিয়া ভারতের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury