হোলির উপহার, ফের বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের, কতটা বাড়ছে ডিএ

বিগত জানুয়ারি মাসেই এই ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক কারণে তা সম্ভবপর হয়নি। তবে আসন্ন হোলির আগে তা বাস্তবায়নের পূর্ণ সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকার হোলির আগে তাদের সমস্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়াতে চলেছে। বর্তমানে মোট মহার্ঘ ভাতা ৩১ শতাংশ, যা বেড়ে ৩৪ শতাংশ হতে পারে। পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও বাড়াতে চলেছে সরকার। ২০২১ সালের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সের (AICPI) ডেটা মাথায় রেখে, সরকার কেন্দ্রীয় কর্মীদের ডিএ তিন শতাংশ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এদিকে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারি মহলে খুশির হাওয়া বইছে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি এই সিদ্ধান্তের ফলে ৫০ লাখের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লাখের বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। বাড়বে বেতনও। তাই এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিস্তর আলোড়ন তৈরি হয়ে গিয়েছে বিভিন্ মহলে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত জানুয়ারি মাসেই এই ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক কারণে তা সম্ভবপর হয়নি। তবে আসন্ন হোলির আগে তা বাস্তবায়নের পূর্ণ সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আগামী ১৬ মার্চ এই বিষয়ে চূড়ান্ত মিটিং হতে পারে বলেও শোনা যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে ওই দিনই শেষ সিদ্ধান্ত হতে পারে বলেও শোনা যাচ্ছে। এদিকে উত্তরপ্রদেশ পঞ্জাব সহ দেশের ৫টি রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল ১০ মার্চ। এর সঙ্গে নির্বাচনী আচরণবিধিও শেষ হবে। এরপরই সরকার ডিএ  নিয়ে যে সরকার সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে আগেই শোনা গিয়েছিল। এবার সপ্তম পে কমিশনের হাত ধরে তাই বাস্তবায়িত হতে চলেছে।

Latest Videos

আরও পড়ুন- ‘নিজেদের সীমারেখা বুঝুন’, নজরুল মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- যুদ্ধ আবহে তরনী মোহনের লোক সঙ্গীতেই শান্তির বার্তা, নতুন গান নিয়ে জোর চর্চা সঙ্গীত মহলে

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে অসামান্য অবদান এই ২৯ মহীয়সীর, নারী দিবসেই নারী শক্তি পুরষ্কার রাষ্ট্রপতির

গত বছর, সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শেষ জুলাই মাসে ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করেছে। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও, এই কর্মচারীদের ডিএ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এদিকে সপ্তম পে কমিশনের অধীনে সরকার বছরে দু’বার জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে। সরকারি কর্মচারীদের অবস্থানের উপর ভিত্তি করে ডিএও পরিবর্তিত হয়। কিন্তু একাধিক রাজ্যে ভোট সহ নানা কারণে গত ২ মাস ধরে তা বন্ধ ছিল। 

আরও পড়ুন- বেসরকারি কলেজেও সরকারির খরচ, ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন