৭২ সেকেন্ডের ভিডিওটি মন দিয়ে দেখুন, আর বলুনতো দেখি ফ্রেমে কটি হাতি রয়েছে

Published : Jul 30, 2020, 09:08 PM IST
৭২ সেকেন্ডের ভিডিওটি মন দিয়ে দেখুন, আর বলুনতো দেখি ফ্রেমে কটি হাতি রয়েছে

সংক্ষিপ্ত

মাত্র ৭২ সেকেন্ডের ভিডিও যার পররে পরতে রয়েছে বিষ্ময় একটি ফ্রেমে রয়েছে ৭টি হাতি   

মাত্র ৭২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। আর তার পরতে পরতে রয়েছে হস্তি পরিবারের গল্পগাথা। হাতিরদের মধ্যে পারিবারিক বন্ধন খুবই দৃঢ়় হয়। আর সেই ছবি আবারও দেখা গেল ভাইরাল হওয়া ভিডিওটি। কিন্তু ভিডিওটির শেষ না দেখে বন্ধ করবেন না। কারণ এই ভিডিওটিতে সাতটি হাতি ধরা পড়েছে একটি ফ্রেমে। 


প্রথম পাঁচ সেকেন্ড অবশ্য শুধুই জলপানের দৃশ্য রয়েছে। একটি গোটা পরিবার একসঙ্গে রয়েছে নদীর ধারে। প্রায় পাঁচ সেকেন্ড পরই ফ্রেমে থাকা চারটি হাতির সঙ্গে বেড়ে হবে পাঁচ। আর তারপর আরও দুটি শাবক দেখতে পাবেন। তবে জলপান শেষে গোটা প্রধান হাতিটি পরিবারের সদস্যদের নিয়ে নদীর ধার থেকে চলে যাচ্ছে। দেখেনিন ভাইলার হওয়া ভিডিওটি। 


ওয়াইল্ডনেস নামের ট্যুইটার হ্যান্ডেল থেকেই শেয়ার করা হয়েছে ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি। ক্যাপসানে লেখা হয়েছে।  কিছুদিন আগেই সাতটি একটিতে নামের এই ছবিটি পোস্ট করা হয়েছে। আর এই ছবিটি যত্ন নিয়ে দেখুন। তবে ভাইরাল হওয়া ভিডিওটি পছন্দ করেছেন বহু মানুষ। 

রাহুল গান্ধী ছাড়া আর কারো ওপর ভরসা নেই কংগ্রেসের, হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় দ্বিগবিজয়রা ...

এবার ভাইরাল অভিষেকের এক বছর আগের তোলা ছবি, ব্ল্যাক প্যান্থারে মজে রয়েছে নেটদুনিয়া .
 

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত