নরেন্দ্র মোদীর সময়ে বিদেশ থেকে কত হাজার কোটি কালো টাকা উদ্ধার হয়েছে? RTI দিল জবাব

Published : Sep 03, 2025, 10:39 AM IST

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন ২০১৪ সালে। বিদেশের কালো টাকা ফিরিয়ে আনা হলে প্রতিটি ভারতীয়ের অ্যাকাউন্টে নাকি ১৫ লক্ষ টাকা করে ঢুকবে, নির্বাচনী প্রচারে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এক দশক পর প্রতিশ্রুতির কতটা পূরণ হয়েছে? পরিসংখ্যান বলছে অন্য কথা!

PREV
18

নরেন্দ্র মোদী প্রথমবার দেশের ক্ষমতায় আসেন ২০১৪ সালে। বিদেশের কালো টাকা (Black Money) দেশে ফিরিয়ে আনা হলে প্রতিটি ভারতীয় নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ১৫ লক্ষ টাকা করে ঢুকবে, নির্বাচনী প্রচারে তিনি এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

28

তবে এক দশক পর সেই প্রতিশ্রুতির কতটা পূরণ হয়েছে? সরকারি পরিসংখ্যান বলছে অন্য কথা!

38

কী বলছে সরকারি পরিসংখ্যান?

উল্লেখ্য, ২০১৫ সালে ব্ল্যাকমানি অ্যাক্ট কার্যকর হয়। সরকারি হিসাব বলছে, এখনো পর্যন্ত এই আইনের আওতায় প্রায় ৩৫,১০৪ কোটি টাকা কর দাবি করা হয়েছে। তবে GROK-এর রিপোর্ট বলছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত নাকি হতে এসেছে মাত্র ৩৩৮ কোটি টাকা। যদিও ২০১৫ সালের কমপ্লায়েন্স উইন্ডোতে অতিরিক্ত ২৪৭৬ কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছিল বলে খবর।

48

এদিকে ২০১৬ সালের নভেম্বর মাসে ভারত সরকার হঠাৎ করেই ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয়। সেসময় মনে করা হচ্ছিল যে কালো টাকার পাহাড় ভেসে উঠবে। তবে বাস্তবে ৯৯% নোট ব্যাঙ্কে ফিরে আসে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টে তখন স্পষ্ট উঠে আসে যে, কালো টাকা উদ্ধার নোটবন্দির মতো পদক্ষেপ কোনোভাবে কার্যকর হয়নি।

58

কত টাকা ফেরত এল?

প্রসঙ্গত, অর্থ মন্ত্রকের কাছে জনৈক অজয় বাসুদেব বোস আরটিআই করে জানতে চেয়েছিলেন যে, সুইস ব্যাঙ্ক থেকে মোট কত টাকা উদ্ধার করা হয়েছে! সেখানেই জানানো হয়েছে যে, এতদিন যাবৎ বিদেশ থেকে মাত্র ৪২,০৮৩ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে।

68

এটা জেনে চমকে উঠবেন যে এই সামান্য টাকা যদি দেশের ১৪০ কোটি নাগরিকের অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের হতে আসবে গড়ে মাত্র ৩০০ টাকা!

78

অথচ, সেসময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে নাকি ১৫ লক্ষ করে টাকা ঢুকবে। কোথায় ১৫ লক্ষ আর কোথায় ৩০০ টাকা!

88

যদিও বেশ কিছু অর্থনীতিবিদ মনে করছে, বিদেশে কালো টাকার সঞ্চয় কোনো একটি নির্দিষ্ট সরকারের আমলের নয়। বরং স্বাধীনতার আগে থেকেই ভারতের দুর্বল কর কাঠামো, কর ফাঁকি দেওয়ার প্রবণতা এবং অর্থনৈতিক দুর্বলতা এই কালো টাকার পাহাড় জমিয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী আদায় নামমাত্র তা বলা চলে….!

Read more Photos on
click me!

Recommended Stories