কী বলছে সরকারি পরিসংখ্যান?
উল্লেখ্য, ২০১৫ সালে ব্ল্যাকমানি অ্যাক্ট কার্যকর হয়। সরকারি হিসাব বলছে, এখনো পর্যন্ত এই আইনের আওতায় প্রায় ৩৫,১০৪ কোটি টাকা কর দাবি করা হয়েছে। তবে GROK-এর রিপোর্ট বলছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত নাকি হতে এসেছে মাত্র ৩৩৮ কোটি টাকা। যদিও ২০১৫ সালের কমপ্লায়েন্স উইন্ডোতে অতিরিক্ত ২৪৭৬ কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছিল বলে খবর।