
ভিতরে মোদী-শি জিনপিং বৈঠক, বাইরে চিনা সাংবাদিক হিন্দিতে যা বলে দিলেন!
PM Modi China : তিয়ানজিনে ভারত-চীন সম্পর্ক নিয়ে চীনা সাংবাদিক ঝাং জিয়াও (হিন্দি নাম অঞ্জলি) নতুন মাত্রা যোগ করলেন। সাবলীল হিন্দিতে তিনি বলেন, ভারত ও চীন বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং দুই বৃহত্তম অর্থনীতি। তাই বাণিজ্য ও প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ অসীম। তাঁর মতে, দুই দেশের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে এগিয়ে চলাই সময়ের দাবি। ঝাং জিয়াও বিশেষভাবে উল্লেখ করেন, চীনের উচ্চ প্রযুক্তি বিশ্বজুড়ে সুপরিচিত এবং এতে ভারত-চীনের যৌথ কাজের বড় সম্ভাবনা রয়েছে।