জীবনে প্রথমবার লোকসভায় পা, কেমন লাগল জুন-সায়নীদের? গোপন তথ্য ফাঁস করে দিলেন তৃণমূল সাংসদরা!

লোকসভার প্রথম অধিবেশনের দিনই ধুন্ধুমার! একদিনে নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রীসভার সদস্যরা এক এক করে সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন, অন্যদিকে ঠিক তখনই গান্ধীমূর্তির পাদদেশে সংবিধান হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন ‘INDIA’ জোটের সদস্যদের একাংশ।

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন তাঁরা। জীবনে প্রথম বার পা রাখলেন লোকসভা চত্বরে। সোমবার অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে সংসদের অধিবেশন। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিন। প্রথমবার লোকসভায় পা রাখলেন জুন, সায়নীরা। সেই অভিজ্ঞতা কেমন? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেকথা ভাগ করে নিলেন তৃণমূলের মহিলা সাংসদরা। জুন, সায়নীর সঙ্গে একসঙ্গে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, আরামবাগের সাংসদ মিতালি বাগকেও।

এবারের লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রচুর মহিলা মুখকেও প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সায়নী ঘোষ, জুন মালিয়া থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শর্মিলা সরকার, সেই তালিকায় নাম রয়েছে অনেকের। ভোটে জিতে অনেকেই সাংসদ হয়েছেন। এবার লোকসভায় প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন তাঁরা।

Latest Videos

মেদিনীপুরের সাংসদ জুন বলেন, ‘প্রথম দিন, আমরা সবাই ভীষণ উত্তেজিত। আগামী ৫ বছর সুন্দর হবে এই আশাই করছি’। এরপর সংবিধান হাতে সায়নীকে বলতে শোনা যায়, প্রথম দিন থেকেই আমরা ‘টোন’ সেট করতে চাইছি। কোনও রকম স্বৈরাচারিতা চলবে না বলেও স্পষ্ট জানান যাদবপুরের সাংসদ।

যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নী বলেন, ‘অভিজ্ঞতা তো দারুণ। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাঘিনী আমাদের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য ভীষণ বড় একটা ব্যাপার’। এদিকে, লোকসভার প্রথম অধিবেশনের দিনই ধুন্ধুমার! একদিনে নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রীসভার সদস্যরা এক এক করে সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন, অন্যদিকে ঠিক তখনই গান্ধীমূর্তির পাদদেশে সংবিধান হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন ‘INDIA’ জোটের সদস্যদের একাংশ। সেখানে দেখা যায়, কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়দের। সেখানে উপস্থিত ছিলেন এনসিপি (এসসিপি)র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
স্যালাইন কাণ্ড নিয়ে Suvendu-র স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে Mamata-কে ধুয়ে যা বললেন