Kerala: বিধানসভায় প্রস্তাব পাশ, নাম বদলে যাচ্ছে 'ঈশ্বরের আপন দেশ' কেরলের

কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পাশ হয়েছিল বিধানসভায়। কিন্তু সেই প্রস্তাবে এখনও সম্মতি জানায়নি কেন্দ্র। এবার কেরল বিধানসভাও নাম বদলের প্রস্তাব পাশ করল।

Soumya Gangully | Published : Jun 24, 2024 9:54 AM IST / Updated: Jun 24 2024, 04:11 PM IST

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল কেরলের নাম বদলে যাচ্ছে। এই রাজ্যের নতুন নাম হচ্ছে 'কেরলম'। সোমবার কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়ে গেল। প্রায় এক বছর আগেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাশ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার ফের এই প্রস্তাব পাশ হল। এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যে সংশোধন করতে বলেছিল, সেই সংশোধনই করা হল। কেরল বিধানসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পর কেন্দ্রের কাছে নাম বদলের আর্জি জানানো হচ্ছে।

কেরলের মুখ্যমন্ত্রীর পেশ করা প্রস্তাব পাশ

Latest Videos

সোমবার কেরল বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে রাজ্যর নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তফশিলে কেরলের নাম বদলে ‘কেরলম’ করার দাবি জানাচ্ছে রাজ্য সরকার। বিধানসভার সদস্যরাও রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়ক এন শামমুদ্দিন অবশ্য রাজ্যের নাম বদলের প্রস্তাবে সংশোধন করার দাবি জানান। তিনি দাবি করেন, রাজ্যের নামে আরও স্বচ্ছ্বতা আনার জন্য শব্দ বদল করা উচিত। কেরল বিধানসভা অবশ্য এই প্রস্তাব খারিজ করে দেয়।

সব জায়গাতেই কেরলের নাম বদলের প্রস্তাব

২০২৩ সালের ৯ অগাস্ট কেরল বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করা হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই প্রস্তাবে বলা হয়, সংবিধানের প্রথম তফশিলে কেরলের নাম বদলে 'কেরলম' করতে হবে। একইভাবে সংবিধানের অষ্টম তফশিলে সব ভাষাতেই কেরলের নাম বদলে 'কেরলম' করতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি কেরল সরকারের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিধানসভা ভাঙচুর বাক স্বাধীনতার মধ্যে পড়ে না-কেরল সরকারের পিটিশনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

রাজ্যপাল কেরল সরকার সংঘাত, ভিডিও প্রকাশ করে হেনস্থার অভিযোগ করলেন আরিফ মহম্মদ

ওনামের সময় অবশ্যই ঘুরে আসতে পারেন কেরালা, দেখে নিন এই সময়ের বিশেষত্ব

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
পকেটখালি অনুব্রত'র, তাই এবার পুজো হবে নম নম করে, দেখুন কেষ্ট কি বললেন | Anubrata Mondal | Durga Puja
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন