ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা পূরণ করবে হাইড্রোজেন সোলার প্যানেল? ভারতেও আসছে অত্যাধুনিক প্রযুক্তি

পশ্চিমবঙ্গে বিদ্যুতের জন্য খরচ যেভাবে বেড়ে চলেছে, তাতে সৌর বিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেকেই প্রথাগত বিদ্যুতের বদলে সৌর বিদ্যুৎ ব্যবহার করার দিকে ঝুঁকছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরবিদ্যুতের উপর জোর দেওয়ার কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করার ক্ষেত্রে নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছে। এরই মধ্যে ভারতে চালু হতে চলেছে হাইড্রোজেন সোলার সিস্টেম। প্রথাগত সৌর বিদ্যুৎ প্যানেলের চেয়ে হাইড্রোজেন সোলার প্যানেল কিছুটা আলাদা। হাইড্রোজেন সোলার প্যানেল অত্যাধুনিক এবং উন্নত। এই প্রযুক্তির ফলে যেমন বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়, তেমনই খরচও কমে। ইতিমধ্যেই কয়েকটি দেশে হাইড্রোজেন সোলার সিস্টেম চালু হয়েছে। ভারতেও এই নতুন প্রযুক্তির বিদ্যুৎ ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশে এই বিদ্যুৎ ব্যবস্থা ছড়িয়ে পড়লে সবারই বিদ্যুতের খরচ কমে যাবে।

কীভাবে কাজ করে হাইড্রোজেন সোলার প্যানেল?

Latest Videos

প্রথাগত সোলার প্যানেল শুধু দিনের বেলাতেই সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির হাইড্রোজেন সোলার প্যানেল দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। ফলে এই ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘণ্টাই বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়। প্রথাগত সোলার প্যানেলকে অনেকেই মোবাইল ফোনে চার্জ দেওয়ার সঙ্গে তুলনা করেন। এই ব্যবস্থায় ব্যাটারি ব্যাক-আপ দরকার হয়। কিন্তু হাইড্রোজেন সোলার প্যানেলের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক-আপের প্রয়োজন হয় না।

হাইড্রোজেন সোলার প্যানেলের জন্য কত টাকা খরচ হবে?

ভারতে আগামী ২ বছরের মধ্যে হাইড্রোজেন সোলার প্যানেল পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যেতে পারে। বাড়ির ধরন ও মাপ অনুযায়ী এই বিদ্যুৎ ব্যবস্থা চালু করার জন্য এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে একবার এই টাকা খরচ করলে তারপর আর চিন্তা নেই। তখন আর প্রতি মাসে বিদ্যুতের বিলের জন্য অর্থ খরচ করতে হবে না। ফলে অনেক সাশ্রয় হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত গ্রামের ঘোষণা, নরেন্দ্র মোদীর হাত ধরে গুজরাট দেখাচ্ছে পথ

এশিয়ার বৃহত্তম সৌরবিদ্য়ুৎ প্রকল্পের সূচনা, ইতিহাস গড়ে বিশ্বে সেরা ৫ সৌরশক্তি উৎপাদকের তালিকায় ভারত

দিনরাত এসি চালান, বিদ্যুৎ বিলের খরচও একটুও বাড়বে না! শুধু মনে রাখতে হবে এই নিয়মগুলি

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ