ICICI Bank তছরুপ মামলায় ধৃত ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের জামিনের আবেদন মঞ্জুর বম্বে আদালতে

ICICI Bank-Videocon Loan Fraud Case এ ধৃত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট।

ICICI Bank-Videocon Loan Fraud Case এ ধৃত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। ২০২২ সালের ২৩ ডিসেম্বরে ছন্দা কোচারকে গ্রেফতার করা হয়েছে। যদিও দম্পতির গ্রেফতারির পরেই অভিযোগ উঠেছিল তাদের গ্রেফতারি জামিন মেনে হয়নি। এবার তাতেই শিলমহর দিল বোম্বে হাইকোর্ট। দুজনকেই অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বোম্বে হাইকোর্টের বিচারপতি অনুজা প্রভুদেসাই ও এনআর বোরকারের বেঞ্চ ছন্দা কোচার ও দীপক চোরারের অন্তবর্তী জামিন মঞ্জর করেছে।

Latest Videos

 

২০২১ সালে ভিডিওকন গ্রুপকে দেওয়া ৩২৫০ কোটি টাকর ঋণে প্রতারণা ও অনিয়মের অভিযোগে ছন্দা কোচার ও দীপক চোরারকে ২৪ ডিসেম্বর সিবিআই গ্রেফতার করেছিল। অভিযোগকারী অভিযোগ করেছিল যে কোচারের স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা এই লেনদেন থেকে লাভবান হয়েছিল। কোচার যখন আইসিআইসিআই ব্যাঙ্কের দায়িত্বে ছিলেন, তখন তিনি ভিডিওকন গ্রুপ অফ কোম্পানির জন্য একটি ঋণ দিয়েছিলেন।

প্রাথমিক সিবিআই হেফাজতের পরে, বিশেষ সিবিআই আদালত ২৯ ডিসেম্বর তাদের বিচারবিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠায়। তাদের গ্রেফতার বেআইনি ঘোষণা করে এবং আটক থেকে মুক্তি চেয়ে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। গত বছরের ৯ জানুয়ারি একটি কো-অর্ডিনেট বেঞ্চ তাদের বিচার বিভাগীয় হেফাজত থেকে অন্তর্বর্তীকালীন মুক্তির নির্দেশ দেয়।

Share this article
click me!

Latest Videos

২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |