IMD Latest Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা জারি দেশের একাধিক রাজ্যে, তালিকায় কি নাম রয়েছে বাংলারও? জানুন

উৎসবের মরশুমে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে। মৌসম ভবন জানাচ্ছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।

টানা বৃষ্টির পর এবার আবারও পারদ চড়ছে শহরের তাপমাত্রার। তবে পুজোর মুখে আবারও বৃষ্টির সম্ভাবনা শহরে। তবে শুধু বাংলা নয় উৎসবের মরশুমে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে। মৌসম ভবন জানাচ্ছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম- সহ ভারতের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১০ অক্টোবর থেকে বৃষ্টি হতে পারে দিল্লিতেও। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে। আবহাওয়া দফতর জানিয়েছে ১১ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১০ ও ১২ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা কর্ণাটক ও কেরলে।

আইএমডি সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ উপদ্বীপের ভারত, উত্তর-পূর্ব ভারত এবং দ্বীপগুলিতে ১২ অক্টোবরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন ভারতের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনই অন্য অংশে আবার থাকছে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়াবিদরা বৃহস্পতিবার পর্যন্ত ভারতের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছেন। আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের অবশিষ্ট অংশ; বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানার কিছু অংশ এবং মহারাষ্ট্র ও মধ্য আরব সাগরের আরও কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে আগামী ২ দিনের মধ্যে।

Latest Videos

অন্যদিকে বাংলায় বৃষ্টি থামতেই এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা। পুজোর মুখে গরমের অস্বস্তি অনেকটাই বেড়েছে। একটানা বৃষ্টির পর এবার রোদ ঝলমলে কলকাতার আকাশ। সঙ্গে পালল্লা দিয়ে বদলাচ্ছে আবহাওয়াও। বৃষ্টির প্রভাব কমতেই রেকর্ড তাপমাত্রা কলকাতায়। সোমবার পারদ পৌঁছেছিল ৩৪ ডিগগ্রি সেলসিয়াসে। মঙ্গলবারও ঊর্ধ্বমূখীই থাকছে তাপমাত্রা। এদিন ভোর থেকেই গরমের দাপট বোঝা গিয়েছে। দু'দিন আগেও যেখানে ভোরের দিকে পাখা বন্ধ করতে হচ্ছিল সেখানে রীতিমত ভোরবেলা গলঘ্ররম হতে হয়েছে বাসিন্দাদের। পুজোর মুখে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর।

মঙ্গলবার ভোর থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পাশাপাশি রয়েছে গরমের অস্বস্তিও। বৃষ্টি থামতেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত কয়েকদিন আগেও ৩০ ডিগ্রির নীচে ছিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮২ শতাংশ। ফলত রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia