'ভারতেও ইজরায়েলের মতো হামলা হবে...' হুমকি সন্ত্রাসবাদী গ্রুপের মাথা গুরপতওয়ন্ত পান্নুনের

Published : Oct 10, 2023, 01:49 PM ISTUpdated : Oct 10, 2023, 01:58 PM IST
Gurpatwant Singh Pannun

সংক্ষিপ্ত

সন্ত্রাসবাদী সংস্থা শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনের নতুন ভিডিও ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক কূটনৈতিক আলোড়ন।

সন্ত্রাসবাদী সংস্থা শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনের নতুন ভিডিও ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক কূটনৈতিক আলোড়ন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি হুমকি দিয়েছেন গোটা ভারতের বিরুদ্ধে। 

সম্প্রতি গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে হামলা চালিয়েছে হামাস সংগঠন। ইজরায়েলি সেনা বনাম হামাস জঙ্গিদের যুদ্ধে দেশ জুড়ে এখন রণক্ষেত্র পরিস্থিতি। সেই পরিস্থিতির উদাহরণ দিয়ে SFJ দলের নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুন হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত ভূখণ্ডেও ইজরায়েলের মতোই হামলা করা হবে।

এর আগে কানাডায় বসবাসকারী ভারত- বিরোধী খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর ব্যাপক অশান্তি ছড়িয়েছিল খালিস্তানি সমর্থকদের মধ্যে। ভারতীয় কূটনীতিকদের প্রাণনাশের হুমকি দিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। সেই হুমকির পর এবার ভারত- বিরোধী শিখ নেতার এই হুমকি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকে। 
 

 

PREV
click me!

Recommended Stories

Pahalgam Attack: পহেলগাঁওয়ের হামলার ৮ মাস পর চার্জশিট NIA-র, হামলার মূল চক্রী কে?
News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে