রেকর্ড গড়ে একদিনে সুস্থ হলেন ৪৪ হাজারের বেশি, দেশে করোনা জয়ীর সংখ্যা ১২ লক্ষ ছাড়াল

  • দেশে দৈনিক করোনা আক্রান্ত ফের ৫০ হাজারের উপরে
  • এই নিয়ে টানা ৬ দিন আক্রান্ত ৫০ হাজার ছাড়াল
  • করোনা সংক্রমণের শিকার হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও
  • তবে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.৭৬ শতাংশ

এদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির হার অব্যাহত। মঙ্গলবারও দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের উপরেই থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৫২,০৫০ জন। ফলে এই নিয়ে টানা ৬ দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। 

 

Latest Videos

 

বর্তমানে বিশ্বে করোনা আক্রান্ত দেশ হিসাবে তিন নম্বরে রয়েছে ভারত। দেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৬। তবে এর মধ্যে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪৪,৩০৬ জন। এটাই এখনও পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ সুস্থতার হার। বর্তমানে ভারতে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.৭৬ শতাংশ।

আরও পড়ুন: প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পরিবারে এবার করোনার থাবা, আক্রান্ত স্বয়ং সাংসদ পুত্র কার্তি

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০৩ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগের বলী হয়েছেন মোট ৩৮ হাজার ৯৩৮ জন। এদিকে আইসিএমআরের পরিসংখ্যান অনুযায়ী দেশে সোমবার করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ৭১৫। যা দেশে একদিনে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ। আর ভারতে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার ২০৬।

 

এদিকে দেশে এবার করোনা সংক্রমণের শিকার হলেন আরও এক হাইপ্রফাইল রাজনীতিক। করোনাভাইরাসে আক্রান্ত হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারামাইয়া। 

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত শুনেই ভয় পেলেন উমা, অযোধ্যায় গেলেও প্রধানমন্ত্রীর জন্য থাকবেন না ভূমি পুজোয়

মঙ্গলবার সকালে ট্যুইটে সিদ্দারামাইয়া জানান, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেনটাইনে থাকার পরামর্শও দিয়েছেন  সিদ্দারামাইয়া। রবিবারই কোভিড ১৯-এ আক্রান্ত হন কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা। তিনি বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি আছেন।
 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News