১৮ হাজার থেকে বেড়ে একলাফে ৩৪ হাজার! বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর

সদ্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এর ফলে বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সামনে আসছে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি বড় খবর।

Parna Sengupta | Published : Nov 1, 2024 1:54 PM IST
110

২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠন করেছিল কেন্দ্র। এরপর দেখতে দেখতে এক দশক অতিক্রান্ত।

210

সাম্প্রতিক অতীতে অষ্টম বেতন কমিশনের দাবিতে বেশ কয়েকবার সরব হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। এবার এই নিয়েই সামনে আসছে নতুন আপডেট।

310

রিপোর্ট বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বর মাসেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হতে চলেছে।

410

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে, চলতি নভেম্বর মাসেই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক হবে।

510

এই কমিটিতে সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিনিধি থাকে। ফলে এই বৈঠকে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

610

২০১৬ সালের জানুয়ারি মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করেছিল সরকার।

710

যদিও তখন আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি ও ডঃ এক্রয়েডের সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) মাসিক নূন্যতম বেতন ২৬,০০০ টাকা করার প্রস্তাব গৃহীত হয়নি। তার বদলে নূন্যতম বেতন ঠিক করা হয় ১৮,০০০ টাকা।

810

তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ আশা করছেন, গতবারের ফর্মুলা যদি এবার মানা হয়, তাহলে সেক্ষেত্রে তাঁদের বেতন হুড়মুড়িয়ে অনেকখানি বেড়ে যাবে।

910

নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকার পরিবর্তে একধাক্কায় ৩৪,৫৬০ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

1010

ফলে সত্যিই যদি চলতি মাসে জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বসে এবং সেখানে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সুরাহা হবে বলে অনুমান করা হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos