PM Modi: ঐতিহ্য মেনেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর, দেখুন কচ্ছের ছবিগুলি

Published : Oct 31, 2024, 04:08 PM IST

ঐতিহ্য অব্যহত রইল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দীপবলি কাটালেন গুজরাটের কচ্ছ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে। 

PREV
110
মোদীর দীপাবলি

ঐতিহ্য অব্যহত রইল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দীপবলি কাটালেন গুজরাটের কচ্ছ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে।

210
কচ্ছ-এ দীপাবলি

গুজরাতের কচ্ছের সির ক্রিক এলাকার লাক্কি নালায় বিএসএফ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

310
এলাকার বৈশিষ্ঠ্য

এলাকার বৈশিষ্ঠ্য

এই এলকার অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার অবহাওয়া। এখানে দিনের বেলা অত্যাধিক গরম থাকে। আর রাতের বেলা প্রবল ঠান্ডা থাকে। এখানকার ভূখণ্ডও চ্যালেঞ্জিং।

410
সেনার পোশাক পরে মোদী

এদিন সোনা বাহিনীর পোশাক পরেই মোদী দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। সেনা বাহিনীর সদস্যদের নিজে হাতে মিষ্টিমুখ করিয়ে দেন।

510
সেনা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ

কচ্ছের সির ক্রিক-এ লাক্কি নালায় বিএসএফ , সেনা , নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি দেখা করেন।

610
ঐতিহ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় প্রথমবার এসেছিলেন ২০১৪ সালে। সেই থেকেই দীপাবলির দিনটি তিনি দেশের প্রত্যন্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকে সেনা সদস্যদের সঙ্গে কাটান। এবারও তার অন্যথা হয়নি।

710
দীপাবলিতে মোদীর সফর

২০১৪ সালে সিয়াচেন, ২০১৫ পঞ্জাব, ২০১৬ হিমাচল প্রদেশের শুমদ, ২০১৭ তে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টর, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হরসিলে গিয়েছিলেন।

810
দ্বিতীয় মেয়াদে

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে দীপাবলিতে মোদী দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে। ২০২০ সালে রাজস্থানের লংগওয়ালা, ২০২১ সালে কাশ্মীরের নৌশেরা এলাকায়, ২০২২ সালে জম্মু ও কাশ্মীরের কর্গিলে গিয়েছিলেন মোদী। ২০২৩ সালে গিয়েছিলেন হিমাচলের লেপচায়।

910
তৃতীয় মেয়াদে

প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দীপাবলি। প্রথম দুইবারের ঐতিহ্য মেনে এবারও তিনি দীপাবলি উদযাপন করেন সেনা বহিনীর জওয়ানদের সঙ্গে।

1010
জতীয় ঐক্য দিবস

প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য দিবস উপলক্ষে উদযাপনে কচ্ছে রওনা দেওযার আগে গিয়েছিলেন গুজরাটের কেওয়াদিয়াতে। সেখনে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, স্ট্যাচু অব ইউনিটি। মোদী এদিন সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীর দুই বছর উদযাপনের সূচনাও ঘোষণা করেছিলেন।

Read more Photos on
click me!

Recommended Stories